শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ৩০ মে, ২০২০, ০৪:৪১ সকাল
আপডেট : ৩০ মে, ২০২০, ০৪:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চান্দিনায় কোভিড-১৯ এক সেনা কর্মকর্তার মৃত্যু; ৮জন নতুন শনাক্ত

টি. আর. দিদার : [২] কুমিল্লার চান্দিনার মাইজখার গ্রামের সেনাবাহিনী কর্মকর্তা মো. মোবারক হোসেন (৫৭) ইন্তেকাল করেন। তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ২৯ মে শুক্রবার দুপুর ১২টা ১০ মিনিটে মৃত্যু বরন করেন। এনিয়ে চান্দিনার ৭ ব্যাক্তির মৃত্যু হয়। এদিকে একইদিনে চান্দিনায় নতুন করে আরও ৮জনের করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়। এনিয়ে চান্দিনায় ৯৬ জনের করোনা শনাক্ত হয়। এরই মধ্যে ১০ জন সুস্থ হয়েছেন।

[৩] নিহতের একমাত্র ছেলে জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী মো. আক্তার হোসেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, তার বাবা আমৃত্যু বাংলাদেশ সেনাবাহিনীর সিভিল ইউনিটের আর্মি মেডিকেল কোরে (এএমসি) কর্মরত ছিলেন। সর্বশেষ তিনি ঢাকা ক্যান্টনমেন্টে দায়িত্ব পালন করছিলেন। আর্মি মেডিকেল কোরে কর্মরত অবস্থায় গত ২মে করোনা পজিটিভ রিপোর্ট আসে। আগে থেকেই তিনি ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। করোনা আক্রান্ত হওয়ায় তার ফুসফুস ডেমেজ হতে শুরু করলে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে আইসিইউতে চিকিৎসা দেওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।

[৩] এদিকে উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানাযায়, ২৯ মে শুক্রবার চান্দিনায় নতুন করে আরও ৮জনের করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়। এদের মধ্যে ঢাকার একজন হিসাবরক্ষণ কর্মকর্তা, চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যাশিয়ার ও তাঁর পরিবারের দুইজন সদস্য, হারং গ্রামের একজন এবং মহারং গ্রামের ৩জন রয়েছেন। ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়