শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ৩০ মে, ২০২০, ০২:৩৬ রাত
আপডেট : ৩০ মে, ২০২০, ০২:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ট্রাস্ট-আজিয়াটা ডিজিটাল সার্ভিসেস এর যাত্রা শুরু

ইসমাঈল হুসাইন ইমু : [২] আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের মালিকানাধীন ট্রাস্ট ব্যাংক লিমিটেড (টিবিএল) এবং মালয়েশিয়া ভিত্তিক এশিয়ার অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান আজিয়াটা ডিজিটাল সার্ভিসেস (এডিএস) ট্রাস্ট আজিয়াটা ডিজিটাল লিমিটেড (টিএডিএল) নামে একটি নতুন যৌথ অংশীদারি ভিত্তিক মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস কোম্পানি গঠনে শুক্রবার একটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তি অনুসারে, নতুন জয়েন্ট ভেঞ্চার কোম্পানি টিএডিএল-এ টিবিএল এবং এডিএসের শেয়ারের পরিমাণ যথাক্রমে ৫১% এবং ৪৯%।

[৩] টিবিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফারুক মঈনউদ্দীন এবং এডিএস-এর নির্বাহী পরিচালক দেওয়ান নাজমুল হাসান জয়েন্ট ভেঞ্চার কোম্পানি গঠনে টিবিএলের প্রধান কার্যালয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

[৪] ট্রাস্ট ব্যাংকের ভাইস চেয়ারম্যান এবং বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মো. এনায়েত উল্লাহ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক মো. মেজবাউল হক।

[৫] করোনা মহামারি পরিস্থিতির কারণে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন এডিএস-এর প্রধান আর্থিক কর্মকর্তা শেয়ান্থা আবেকুন, চিফ স্ট্র্যাটেজি অফিসার, তোমো মারুইয়ামা এবং হেড অব স্পেশাল প্রজেক্টস নাভিন সত্যানন্দ।

[৬] এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংকের ভাইস চেয়ারম্যান এবং বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মো. এনায়েত উল্লাহ বলেন, বাংলাদেশের পেমেন্ট ব্যবস্থাপনায় উদ্ভাবনী সেবা যোগ করার মাধ্যমে মানুষের জীবনধারায় এক বৈপ্লবিক পরিবর্তন আনতেই কাজ করে যাবে টিএডিএল। প্রথাগত টাকা আনা-নেওয়ার কোম্পানির ধারণা থেকে বেরিয়ে এসে মানুষ যাতে নিজেই তার আর্থিক লেনদেনের বিষয়ে সব সিদ্ধান্ত নিতে পারে সে লক্ষ্যেই কাজ করে যাবে টিএডিএল।

[৭] টিবিএলের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও ফারুক মঈনউদ্দীন বলেন, টিএডিএলের যে পথ চলা আজ শুরু হলো তাতে আমি অত্যন্ত গর্বিত। উদ্ভাবনী ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে বিশ্বস্ততার সাথে আর্থিক লেনদেনের যে প্রক্রিয়া আমরা চালু করতে যাচ্ছি, তার মাধ্যমে দেশের অর্থনীতিতে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।

[৮] এডিএস বাংলাদেশের নির্বাহী পরিচালক দেওয়ান নাজমুল হাসান বলেন, আমরা দেখতে পাচ্ছি করোনা মহামারি পরিস্থিতিতে দেশের অর্থনীতির ডিজিটাল রুপান্তর খুব দ্রæতগতিতে ঘটছে। টিএডিএল আর্থিক লেনদেনের ক্ষেত্রে সাধারণ মানুষের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে অর্থনীতির এ ডিজিটাল রুপান্তর প্রক্রিয়াকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যেই কাজ করবে।

[৯] ট্রাস্ট ব্যাংকের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘টি-ক্যাশ'-এর বর্তমান গ্রাহক, এজেন্ট ও সেবাসমূহ নতুন জয়েন্ট ভেঞ্চার কোম্পানিতে স্থানান্তরিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়