আসিফুজ্জামান পৃথিল : [২] এই ওষুধটি এফডিএ অনুমোদিত নয়। তবে একে কোভিড-১৯ সংক্রমণ রোগের কার্যকর ওষুধ বলে মনে করা হচ্ছে। দ্য হিন্দু, ইয়ন
[৩] হোয়াইট হাউজের এক উর্ধতন কর্মকর্তা জানান, করোনাভাইরাসে আক্রান্ত হলে বা আক্রান্ত ব্যক্তির কাছাকাছি গেলে, মার্কিন প্রেসিডেন্ট আবারও এই ওষুধ গ্রহণ করবেন।
[৪] ১৯৪৬ সালে প্রথম তৈরি করা হয় ওষুধটি। এর প্রধান উদ্দেশ্য ম্যালেরিয়ার চিকিৎসা করা।সারা বিশ্বেই মশাবাহিত রোগটির চিকিৎসায় এই ওষুধ ব্যবহার হয়।
[৫] ট্রাম্প প্রশাসন অনেকদিন ধরেই এই ওষুধকে কোভিড-১৯ এর কার্যকর ওষুধ বলে প্রচারণাপ চালিয়ে আসছে। তকে এফডিএ এখনও একে এই রোগের জন্য অনুমোদন দেয়নি।
[৬] হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি কেয়লেহ ম্যাকএনানি বলেন, ‘আমি এখানে আসার আগেই তার কাছে জানতে চেয়েছিলাম, কেমন বোধ করছেন। তিনি জানান, অসাধারণ। তিনি জানান, আবার ব্যবহারে তার কোনও আপত্তি নেই।’