শিরোনাম
◈ তৈরি পোশাক রপ্তানিতে টানা পতন: তিন মাসে ক্ষতি শত কোটি ডলার ◈ দেশের রিজার্ভ কত, জানাল কেন্দ্রীয় ব্যাংক ◈ গাজীপুরে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তের আগুন ◈ তিতাস গ্যাস ফিল্ডে ওয়েলহেড কম্প্রেসর স্থাপন, জাতীয় গ্রিডে বাড়ল ২২ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ দিল্লিতে গাড়ি বিস্ফোরণে হতাহত, ভারতের পাশে থাকার বার্তা বাংলাদেশের ◈ প্রবাসীদের বড় সুখবর দিল ওমান সরকার ◈ জেদ্দায় স্বাক্ষরিত বাংলাদেশ–সৌদি হজ চুক্তি: ৭৮ হাজার ৫০০ জনের কোটা নির্ধারণ ◈ ৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ ◈ বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর পেলেন ‘সি’ গ্রেড: গ্লোবাল ফাইন্যান্সের মূল্যায়ন ◈ স্বর্ণের দাম আবারও বাড়ল: দেশে ২২ ক্যারেটের ভরি এখন ২ লাখ ৮ হাজার টাকার বেশি

প্রকাশিত : ৩০ মে, ২০২০, ০১:২৮ রাত
আপডেট : ৩০ মে, ২০২০, ০১:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পুকুরে আড়াই মাসের শিশুর লাশ, গাছে ঝুলছেন মা

অহিদ মুকুল, নোয়াখালী : [২] এ ঘটনায় নিহত নারীর স্বামী ও শ্বশুর বাড়ির সবাই পলাতক রয়েছে।

[৩] শুক্রবার সকালে সদর উপজেলার নোয়াখালী ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সল্লা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই গ্রামের আকবর আলী বাবরের স্ত্রী বিবি মরিয়ম ও তার মেয়ে মাইমুনা আক্তার।

[৪] বিবি মরিয়মের ভাই আব্দুল করিম জানান, কয়েক মাস ধরে প্রতিবেশী তরুণীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন আকবর। এ নিয়ে প্রায়ই মরিয়মের সঙ্গে তার বাকবতিণ্ডা হতো। কয়েকবার স্থানীয়ভাবে সালিশও হয়েছে। এরই জেরে বৃহস্পতিবার রাতে মরিয়ম ও তার আড়াই মাসের মেয়েকে হত্যা করেছে আকবর ও তার পরিবারের সদস্যরা। এরপর ঘটনা ভিন্নখাতে নিতে মরিয়মের লাশ গাছে ঝুলিয়ে তারা পালিয়ে যায়।

[৫] সদর থানার ওসি (তদন্ত) টমাস বড়ুয়া জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুকুর থেকে শিশু ও পাড়ের একটি গাছে ঝুলন্ত অবস্থায় তার মায়ের লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিক জানা যায়নি। নোয়াখালী সদর হাসপাতালে ময়নাতদন্ত চলছে। প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

[৬] তিনি আরো জানান, নিহত মরিয়মের পরিবারের দাবি, পরকিয়ার জেরে বাকবতিণ্ডা ও যৌতুকের জন্য এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। এ বিষয়ে তদন্ত চলছে। পলাতকদের খোঁজা হচ্ছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়