শিরোনাম
◈ নির্বাচ‌নে অংশ নি‌চ্ছে ৫১টি রাজনৈতিক দল, আইন না থাকার কারণেই কি কমছে নারী প্রার্থীর সংখ্যা?  ◈ চার প্রতিষ্ঠানের নির্বাচনি জরিপে যা জানা গেল ◈ ‌সে‌প্টেম্ব‌রে এশিয়ান গেমসে দেখা যাবে ভারত–পাকিস্তান লড়াই?‌ ◈ যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কায় আকাশপথ বন্ধ করল ইরান ◈ ইএফএল কাপে চেল‌সি‌কে হা‌রি‌য়ে ফাইনালের পথে আর্সেনাল ◈ আজও ঢাকার তিন গুরুত্বপূর্ণ স্থানে সাত কলেজ শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি ◈ হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর ঋণ পরিশোধ করেছেন, মামলা নিষ্পত্তির নির্দেশ ◈ ১০ বছর ধরে একাধিক পরকীয়ায় যুক্ত ব‌ক্সিং‌য়ে ছ’বারের বিশ্বচ্যাম্পিয়ন মেরি কম, বিবাহবিচ্ছিন্ন স্বামীর ◈ ধুন্ধুমার ক্রিকেট যুদ্ধে শচীন ও অমিতাভ বচ্চন! ব‌লিউড শাহেনশার জয় ◈ ৬ হাজার ৭৫৫ কোটি টাকা ব্যয়ের পর অসমাপ্ত অবস্থায় বাতিল ২৯ প্রকল্প

প্রকাশিত : ২৯ মে, ২০২০, ১১:১৫ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২০, ১১:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মিনেসোটায় সিএনএন’এর সাংবাদিকদের গ্রেফতারের কয়েক মিনিট পর মুক্তি (ভিডিও)

রাশিদ রিয়াজ : [২] যুক্তরাষ্ট্রের মিনেসোটায় দাঙ্গা পরিস্থিতির নিউজ লাইভ করছিলেন সিএনএন’এর সাংবাদিক ওমর জিমেনেজ। পাশেই ক্যামেরাম্যান সে ছবি ধারণ করছিলেন। প্রযোজক দিক নির্দেশনা দিচ্ছিলেন। আর সিএনএন টিভিতে সে নিউজ সরাসরি সম্প্রচার হচ্ছিল। এসময় হঠাৎ বেশ কয়েকজন পুলিশ দৌড়ে এসে প্রথমে ক্যামেরামানকে হ্যান্ডকাফ পরান। এরপর সাংবাদিক ওমরকে। সিএনএন

[৩] এ ঘটনার পর সিএনএন’র প্রেসিডেন্ট জেফ জাকার মিনেসোটার গভর্নর টিম ওয়াল্জে’এর সাথে কথা বলেন। গভর্নর টিম এঘটনায় গভীরভাবে দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন এ ধরনের গ্রেফতারের ঘটনা অগ্রহণযোগ্য এবং সিএনএন’র সাংবাদিকদের সেখানে পেশাগত দায়িত্ব পালনের অধিকার আছে। তিনি যথাশীঘ্র সাংবাদিকদের মুক্তির ব্যবস্থা করছেন বলে জানান।

[৪] লাইভ চলাকালে পুলিশ নাটকীয়ভাবে এ ঘটনা ঘটায়। সিএনএন স্টুডিও থেকে উপস্থাপকদের বলতে শোনা যায় এধরনের ঘটনা তারা এর আগে কখনো দেখেননি। মিনেসোটার পরিস্থিতির বর্ণনা দিচ্ছেন সাংবাদিক ওমর আর এর মধ্যেই পুলিশ তাকে হ্যান্ডকাফ পরাচ্ছে। তবে গ্রেফতারের কয়েক মিনিট পর তাদের সকলেকে ছেড়ে দেয় পুলিশ।

[৫] পুলিশ সিএনএন’এর ওই তিন সংবাদকর্মীকে নিয়ে যেতে থাকলেও ক্যামেরা অন ছিল এবং তাও সিএনএন সম্প্রচার করে। হ্যান্ডকাফ পরানোর সময় ওমর পুলিশ কর্মকর্তাকে তার পরিচয় দিলেও তাতে পাত্তাই দেননি তিনি। ক্যামেরা অন দেখেও পুলিশকে নিরুপায় দেখা যায়। কৃষ্ণাঙ্গ জর্জ লয়েডকে গ্রেফতারের সময় নির্যাতনে সে মৃত্যু বরণ করলে এর প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ব্যাপক প্রতিবাদ, দাঙ্গা, ভাঙ্গচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়