শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ২৯ মে, ২০২০, ১২:১৯ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২০, ১২:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামের খুলশী এলাকায় যুবক খুন !

রাজু চৌধুরী : [২] চট্টগ্রাম নগরীর খুলশী থানার ওয়ারলেস এলাকায় এক দিনমুজুর খুন হয়েছে। পুলিশ বলছে দুপক্ষের মারামারির মধ্যে পড়ে সে খুন হয় এবং (২৭ মে) মধ্যরাতে এ ঘটনাটি ঘটে। নিহতের নাম, মো. সাব্বির (১৯) ওয়ারলেস এলাকার মো. ইকবালের ছেলে।

[৩] পুলিশ বলছে, স্থানীয়রা সাব্বিরকে আহত অবস্থায় রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সে মারা যায়। পরে ঘটনাটি দূর্ঘটনা বলে চালিয়ে দেয়ার চেষ্টা হয় এবং হাসপাতাল থেকে লাশ দাফনের জন্য নিয়ে যাওয়া হয়। বিষয়টি টের পেয়ে পুলিশ লাশ পুণরায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার ব্যবস্থা করে।

[৪] ২৮মে (বৃহস্পতিবার) দুপুরে তার ময়তাতদন্ত সম্পন্ন হয়। খুলশী থানার এসআই প্রবাল বিশ্বাস বলেন, যুবক সাব্বির খুনের কারণ এখনো পর্যন্ত পরিষ্কার নয়। তবে এটি একটি মার্ডার। দু'পক্ষের মারামারিতে পড়ে সে খুন হয়। এখনো কাউকে শনাক্ত করা যায়নি। তদন্ত চলছে। আশা করি খুব দ্রুত সবকিছু পরিষ্কার হবে এবং খুনী চিহ্নিত করে গ্রেফতার করা হবে।

[৫] খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্রণব চৌধুরী বলেন, ওয়ারলেস এলাকায় মারামারি হলে এক যুবক ছুরিকাঘাতে মারা যায়। বিষয়টি তদন্ত চলছে। সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়