জেরিন আহমেদ: [২] বুধবার (২৭ মে) রাতে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে বিষয়টি জানানো হয়। বিষয়টি বদর উদ্দিন আহমদ কামরান নিজে নিশ্চিত করেছেন।
[৩] সিলেট সিটি করপোরেশের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আসমা কামরান সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
[৪] তিনি বলেন, ‘হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর আমাদের জানানো হয়েছে আমার স্ত্রী (আসমা কামরান) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সিলেটসহ দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চাচ্ছি।’
[৫] সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ বলেন, ‘করোনা সন্দেহে নমুনা সংগ্রহের পর ল্যাবে পরীক্ষা করা হয়। এরপরই জানাগেছে ভাবি (আসমা কামরান) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার দ্রুত সুস্থতা কামনা করছি।’ সূত্র: সময় টিভি, বাংলাট্রিবিউন