শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৮ মে, ২০২০, ০৯:৪৯ সকাল
আপডেট : ২৮ মে, ২০২০, ০৯:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]কোচিং স্টাফকে শক্তিশালী করতে সাকলায়েন ও ব্র্যাডবার্নকে নিয়োগ দিলো পিসিবি

স্পোর্টস ডেস্ক : [২] ক্রিকেটারদের পারফরম্যান্স বাড়ানো ও ধারাবাহিকতার দিকে নজর দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট ক্রিকেট বোর্ড (পিসিবি)। যার ফলে কোচিং স্টাফে দুটি নতুন পদ বাড়িয়েছে তারা। আর সেই দুটি পদের একটিতে নিয়োগ দিয়েছে জাতীয় দলের সাবেক স্পিনার সাকলায়েন মুশতাক ও আয়ারল্যান্ডের সাবেক ক্রিকেটার গ্র্যান্ট ব্র্যাডবার্নকে।

[৩] সাবেক স্পিনার সাকলাইন মুশতাক দেশটির হাই পারফরম্যান্স সেন্টার ডেভেলপমেন্টের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। গ্র্যান্ট ব্র্যাডবার্ন হাই পারফরম্যান্স কোচিংয়ের হেড এবং আসির মালিক হাই পারফরম্যান্সের অপারেশনস ম্যানেজার হিসেবে কাজ শুরু করবেন।

[৪] বৃহস্পতিবার তাদের নিয়োগ নিশ্চিত করে পিসিবি। এবং আজ থেকেই কাজের নির্দেশ দেয়। করোনার এ সময়ে ক্রিকেটারদের কাছে পাবে না। কিন্তু অন্যান্য আনুষ্ঠানিকতা সেরে ফেলার নির্দেশ দেয়া হয়েছে।

[৫] তিন পদে নিয়োগের ব্যাপারে বেশ কঠোর প্রক্রিয়া অনুসরণ করেছে পিসিবি। প্রার্থীদের ভিডিও প্রেজেন্টেশন এবং পিসিবির ক্রিকেট কমিটির সমন্বয়ে খুবই জটিল সাক্ষাৎকারপর্ব শেষে নিয়োগ চূড়ান্ত হয়।

[৬] সাকলাইন মুশতাক পাকিস্তানের হয়ে ১৯৯৫ থেকে ২০০৪ পর্যন্ত ৪৯ টেস্ট ও ১৬৯ ওয়ানডে খেলেছেন। টেস্টে ২০৮ ও ওয়ানডেতে ২৮৮ উইকেট রয়েছে সাকলাইনের ঝুলিতে। ওই সময়ে গুগলি বলের জন্য বিখ্যাত ছিলেন সাকলাইন।

[৭] অন্যদিকে ব্র্যাডবার্ন পাকিস্তান জাতীয় দলের ফিল্ডিং কোচ হিসেবে কর্মরত ছিলেন। এখন তার জায়গায় একজন ফিল্ডিং কোচকে নিযুক্ত করতে হবে পাকিস্তানকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়