বিশ্বজিৎ দত্ত : [২] ম্যানেজম্যান্ট গ্রুপ চেইন এন্ড কোম্পানি তার রিপোর্টে জানায়, করোনায় বিলাসি পণ্যের বাজার কমে গেছে। ২০১৯ সালের যে বাজার ছিল তা ফিরে পেতে আরো ৩ বছর লাগবে। সূত্র আল আরাবিয়া
[৩] কোম্পানিটি জানায় লক ডাউন উঠে যাওয়ার পর ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে নতুন কওে চিন্তা করতে হবে। তাদের দোকানগুলোকে স্বাস্থ্য সম্মত করতে হবে। পণ্য উৎপাদনের প্রতিটা পর্যায়ে এই ব্যবস্থা নিতে হবে।
[৪] পরিবর্তিত বিশ্বে বিলাসি পণ্য কে আরো সৃজনশীল হতে হবে। দামের ক্ষেত্রেও কনসিডার করতে হতে পারে। তবে ২০২৩ সালে বিলাসি পণ্যেও বাজার হবে ৩৩১ বিলিয়ন ইউরোর। আর বিলাসি পণ্যের অর্ধেক ব্যবহার হবে এশিয়ায়। বিশেষ করে চীন ও ভারতে।