শিরোনাম
◈ হংকং-এ আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ আগুন, প্রাণহানি ১৩, চারদিকে আতঙ্ক! (ভিডিও) ◈ শক্তিধর মালয়েশিয়ার বিরু‌দ্ধে লড়াই করে হারলো বাংলাদেশের মে‌য়েরা   ◈ নিউইয়র্কে মূলধারার রাজনীতিতে সাফল্যের স্বীকৃতি, মেয়র মামদানির ট্রানজিশন টিমে ১২ বাংলাদেশি   ◈ জাতীয় দল নির্বাচক‌দের প্রতি গুরুতর অ‌ভি‌যোগ আন‌লেন অধিনায়ক লিটন দাস ◈ মানহানিকর বক্তব্য প্রচার বিষয়ে অধ্যাপক আলী রীয়াজের বিবৃতি ◈ হাসিনাকে ফেরাতে বাংলাদেশের অনুরোধ পর্যালোচনা করছে ভারত ◈ পে স্কেল নিয়ে নতুন তথ্য, গেজেট প্রকাশের বিষয়ে আলোচনা ◈ জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে তিনটি বড় বাধা দেখছেন পর্যবেক্ষকরা ◈ এএফসি এশিয়ান কাপ বাছাই, শ্রীলঙ্কা‌কে ৫-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ ‘মায়ের ডাক’খ্যাত বিএনপির প্রার্থী তুলির বিরুদ্ধে মামলা

প্রকাশিত : ২৭ মে, ২০২০, ১০:০৪ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২০, ১০:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রে বাড়ছে গৃহহীনের সংখ্যা, এদের জন্য নেওয়া হচ্ছে বিশেষ প্রকল্প

দেবদুলাল মুন্না: [২] ক্যালিফোর্নিয়ায় ভাসমান মানুষদের জন্য নির্দিষ্ট ক্যাম্পের ব্যবস্থা করেছে প্রশাসন।থাকছে খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহের পাশাপাশি স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের সুবিধা । এতে স্বাস্থ্যঝুঁকি অনেকটা কমবে বলে আশা প্রশাসনের।ফরেন পলিসি

[৩] হাফিংটন পোস্ট জানায়, সান ফ্রান্সিসকোর এই রাস্তায় বেষ্টনী দিয়ে নির্ধারণ করে দেয়া হয়েছে ক্যাম্পের জায়গা। প্রায় ৮০টি তাবুর ব্যবস্থা হয়েছে সেখানে।নিয়মমতো সরবরাহ করা হচ্ছে খাবার ও বিশুদ্ধ পানি। পরিচ্ছন্নতা বজায় রাখার ব্যবস্থাও আছে ক্যাম্পে।

[৪]সান ফ্রান্সিসকোর সুপারভাইজার রাফায়েল ম্যান্ডেলমান বলেন, এখানে সেখানে তাবু গেড়ে কিংবা এমনিই চাদর বিছিয়ে থাকতেন তারা। এর চেয়ে নির্ধারিত স্থানে কিছুটা নিয়ন্ত্রণে রাখা গেলে স্বাস্থ্যঝুঁকি অনেক কমে যায়।

[৫]স্বাভাবিক সময়ে শহরের বিভিন্ন রাস্তায় তাবুগেড়ে বাস করতেন গৃহহীন এসব মানুষ। ছিলো পুলিশের আতঙ্ক। এখন নির্দিষ্ট ক্যাম্পে স্বাস্থ্যঝুঁকি কিছুটা কমছে বলে মনে করছেন মানবাধিকারকর্মীরা।

[৬]মানবাধিকার কর্মী কেলি কাটলার বলেন, প্রায়ই ভাসমানদের তাবু কেড়ে নিয়ে উচ্ছেদ করে পুলিশ। এতে যেখানে সেখানে আশ্রয় নিতেন তারা। এখন নির্দিষ্ট স্থানে অন্তত পরিচ্ছন্নতার সুযোগ পাচ্ছেন। সামাজিক দূরত্ব বজায় রাখতে পারছেন।

[৭]ক্যালিফোর্নিয়া ও সানফ্রান্সিসকোয় গৃহহীন মানুষের সংখ্যা এখন প্রায় ১৮ হাজার। এর আগে অ্যারিজোনা, ওরিগনসহ আরও কয়েকটি অঙ্গরাজ্যেও ভাসমানদের জন্য নিরাপদ আশ্রয় প্রকল্প চালু হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়