শিরোনাম
◈ নিউইয়র্কে জোহরান মামদানির জয়: কেন ক্ষুব্ধ মোদি সমর্থকেরা? আল–জাজিরার প্রতিবেদন ◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা

প্রকাশিত : ২৫ মে, ২০২০, ০৭:১৫ সকাল
আপডেট : ২৫ মে, ২০২০, ০৭:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঈদ মানে কেবল আনন্দ নয়, সবার জন্য মোনাজাতের আহ্বান মাওলানা মাসঊদের

ডেস্ক রিপোর্ট : [২] পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আল্লাহ তায়ালার ওপর সন্তুষ্ট থাকার আহ্বান জানিয়েছেন শোলাকিয়া ঈদগাহের খতিব আল্লামা ফরীদউদ্দীন মাসঊদ। রবিবার (২৪ মে) এক অডিওবার্তায় তিনি বলেন, ‘ঈদ মানে কেবল আনন্দই নয়। এবছর আমরা অনেক প্রিয়জনকে হারিয়েছি, বড় বড় আলেমকে হারিয়েছি। তাদের সবার জন্য ঈদের মোনাজাতে দোয়া করবো।’

[৩] মাওলানা মাসঊদের ছেলে মাওলানা মাকনূন এই অডিওবার্তার কথা জানান।

[৪] উল্লেখ্য, এ বছর শোলাকিয়া ঈদগাহে ঈদের জামাত হবে না। অন্তত ২৭০ বছর পর শোলাকিয়া ময়দানে প্রথমবারের মতো ঈদের জামাত হচ্ছে না। সরকারের ঘোষণা অনুযায়ী, দেশের কোথাও কোনও খোলা ময়দানেই ঈদের জামাত হবে না। মাওলানা মাসঊদ শনিবার (২৩ মে) জানিয়েছেন, তিনি ঢাকাতেই ঈদের নামাজ আদায় করবেন।

[৫] বাংলাদেশসহ সারা পৃথিবীর মুসলমানদের উদ্দেশ করে অডিওবার্তায় মাওলানা মাসঊদ বলেন, ‘মুসলিম ভাইদের এক নতুন আবহে, নতুন পরিস্থিতিতে ঈদ উদযাপন করতে হচ্ছে। পবিত্র রমজানের পর বিশেষ আবহে ঈদুল ফিতরে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।’

[৬] ২৭০ বছরে এই প্রথমবারের মতো ঈদের জামাত হচ্ছে না শোলাকিয়া ময়দানেতিনি বলেন, ‘আল্লাহ তায়ালার মর্জির ওপর সন্তুষ্ট থাকা— এটাই মুমিনের কাজ। আল্লাহ তায়ালা আমাদের যেভাবে রাখছেন, তার ওপরে সন্তুষ্ট থাকবো। ঈদ মানে যে কেবল আনন্দ এই কথাই নয়।’

[৭] করোনাভাইরাস মোকাবিলায় যারা কাজ করছেন, তাদের অভিনন্দন জানিয়ে মাওলানা মাসঊদ বলেন, ‘এই মহাদুর্যোগ করোনা প্রতিরোধে সাহস নিয়ে ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা কাজ করছেন, আইন-শৃঙ্খলা বাহিনী এবং স্বশস্ত্র বাহিনীর সদস্যরা যে সাহসিকতা ও সতর্কতার সঙ্গে আল্লাহর ওপর ভরসা রেখে কাজ করছেন, তাদের সবাইকে শুভেচ্ছা জানাই।’

[৮] তিনি আরও বলেন, ‘দেশে আলেম-ওলামা ও ইমাম-মুয়াজ্জিনের সহযোগিতা না থাকলে এই সরকারের একার পক্ষে, বিশেষ করে ধর্মীয় ক্ষেত্রে মসজিদসহ ইত্যাদিতে স্বাস্থ্য সুরক্ষার বিধি পালন করা সম্ভব হতো না।’ বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়