রাশিদ রিয়াজ : [২] জার্মানির অন্তত অর্ধেক মানুষ টিকার পেছনে অর্থ ব্যয় করতে চাচ্ছেন না। এদিকে দেশটির সীমান্ত খুলে গেলে ইউরোপের অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগ পুরোপুরি শুরু হবে এবং টিকা না নেয়ায় অনেকে ঝুঁকির মধ্যে বিরাজ করছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিজনেস ইনসাইডার
[৩] বিজনেস ইনসাইডারের জন্যে করা সার্ভে ইনস্টিটিউট ‘সিভি’র এ জরিপে দেখা যায় অর্ধেকের বেশি জার্মান বিদেশ যেতে করোনা পরিস্থিতিতে উৎসাহ বোধ করছেন না।
[৪] এক তৃতীয়াংশ জানিয়েছেন তাদের এ গ্রীষ্মের ছুটিতে কম পয়সা খরচ করার পরিকল্পনা ছিল বা অবকাশের কোনো পরিকল্পনাই করেননি।
[৫] ৪৮.৮ শতাংশ বলছেন করোনা পরিস্থিতিতে তারা চরম নিরাপত্তার অভাব ও অস্বস্তি বোধ করছেন। ২৮.৬ শতাংশ বলছে তারা স্বাস্থ্যগত কারণেই এবার দেশের বাইরে যেতে চাচ্ছেন না। ১২.৪ শতাংশ বলছেন আর্থিক অসঙ্গতির কথা।
[৬] সাড়ে ৩০ শতাংশ বলছেন এবার তারা ছুটির অবকাশে যাবেন তবে ব্যয় গতবারের বেশি করবেন না। ২৯.৯ শতাংশ বলছেন গতবছরের মতই এবার তারা ব্যয় করবেন। ৬.১ শতাংশ মনে করছেন তারা গতবারের চেয়ে এবার ছুটিতে বেশি ব্যয় করবেন।