রাজু চৌধুরী : [২] চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পশ্চিম বিভাগের কনস্টেবল মো. নেকবার হোসেন(৪২) এর মৃত্যুতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো.মাহাবুবর রহমান বিপিএম, পিপিএম গভীর দুঃখ ও শোক প্রকাশসহ তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।
[৩] এক শোক বার্তায় তিনি বলেন" জাতির এ দুর্দিনে মোঃ নেকবার হোসেনের মৃত্যু আমাদের জন্য একটি বড় আঘাত, তবু আমরা দমে যাব না,আমরা এগিয়ে যাবই।
[৪] শনিবার বিকাল ০৪:৩০ ঘটিকায় সিএমপি'র দামপাড়া পুলিশ লাইন্সে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি বজায় রেখে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান বিপিএম, পিপিএম মহোদয় সহ সিএমপি'র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উক্ত জানাজায় অংশগ্রহণ করেন এবং তাঁর মরদেহের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
[৫] জানাজা শেষে তাঁর দাফনের জন্য গ্রামের বাড়িতে মৃতদেহ প্রেরণ করা হয়। কনস্টেবল মোঃ নেকবার হোসেন পাচ সন্তানের জনক । তাঁর গ্রামের বাড়ি ভোলা জেলার চরফ্যাশন থানায়। তিনি ২৩ মে সকাল ০৮:৩০ ঘটিকায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
[৬] সিএমপি সূত্রে জানা যায়, শারীরিক অসুস্থতা নিয়ে তিনি গত ১৬ মে বিভাগীয় পুলিশ হাসপাতাল, চট্টগ্রামে ভর্তি হন। পরবর্তীতে শ্বাসকষ্টসহ অবস্থার অবনতি হলে ২২ মে তাঁকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। উল্লেখ্য যে, গত ১৮ মে প্রেরণকৃত তাঁর নমুনা পরীক্ষায় শুক্রবার রাতে নেগেটিভ আসে। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা বিষয়টি নিশ্চিত হবার জন্য মৃত্যুর পর পুনরায় তাঁর নমুনা পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ