তপু সরকার : [২] শেরপুরে শিশু ,পুলিশ ও হাসপাতাল ষ্টাব সহ এবং উপজেলা অফিসের স্টাফসহ নতুন করে আরও সাতজন করোনায় আক্রান্ত হয়েছেন।
[৩] জেলা সদরে ৩ পুলিশ ও ৬ বছর বয়সী এক শিশু, জেলা হাসপাতাল এবং নালিতাবাড়ী উপজেলা হাসপাতালের দুই স্বাস্থ্য কর্মী ও নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের ইউএনওর সিএ রয়েছেন।
[৪] ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে শুক্রবার ৩ দফায় শেরপুরের ১৩০টি নমুনা পরীক্ষায় নতুন এই সাতজনের ‘কভিড-১৯ পজিটিভ’ ধরা পড়ে।
[৫] শনিবার ভোরে সিভিল সার্জন ডা. এ.কে.এম আনওয়ারুর রউফ জানান, এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত হলেন ৭৫ জন। এর মধ্যে ৩২ জন সুস্থ হয়েছেন এবং মারা গেছেন একজন।
[৬] জেলায় মোট নমুনা সংগ্রহ হয়েছে ১ হাজার ৮৫৮, পরীক্ষা হয়েছে ১ হাজার ৬৬৭। এখনও পরীক্ষার জন্য ১৯১টি নমুনা অপেক্ষমান রয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ