সালেহ্ বিপ্লব : [২] এ ব্যাপারে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের বিশেষ নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। শিক্ষাপ্রতিষ্ঠানের আঙ্গিনা ও স্থাপনায় যাতে পানি জমে না থাকে, সে ব্যবস্থা নিতে বলা হয়েছে। নির্দেশনা বাস্তবায়ন ও মনিটর করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।
[৩] মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক মো. শাহেদুল খবির চৌধুরী শুক্রবার এ আদেশ জারি করেন। শিক্ষা মন্ত্রণালয় গত ২০ মে এ বিষয়ে ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরকে নির্দেশ দেয়।
[৪] নির্দেশনায় সতর্ক করে দিয়ে উল্লেখ করা হয়, সরকারি ছুটির সময় সরকারি বিভিন্ন ভবন ও স্থাপনায় টয়লেটের কমোড বা প্যানে তিন দিনের বেশি সময় জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা জন্মায়। তাই করোনার এই সময়ে বিশেষ সতর্ক থাকতে স্কুল কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।