পিরোজপুর থেকে বিপ্লব বিশ্বাস : [২] পিরোজপুরে দিন দিন বেরেই চলছে করোনা আক্রান্তের সংখ্যা। তারপরও কে শোনে কার কাথা। আক্রান্ত,লক ডাউনকে উপেক্ষা করে রাস্তায় বেরিয়ে পরছে লোকজন। যে করাণে আক্রান্ত ঝুঁকির মধ্যে থেকেই যাচ্ছে গোটা জেলা। ঈদকে সামনে রেখে এহেন কর্মকাণ্ডে অনেকেই বিম্ময় প্রকাশ করেন।
[৩] সিভিল সার্জন সূত্র বলেছে,পিরোজপুরে শুক্রবার একদিনে সর্বাধিক সংখ্যক ৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা হলো ৫৩ জন। এর আগে বৃহস্পতিবার ৩ জন সনাক্ত রোগীর মধ্যে একজন প্রধান শহরের শিকারপুর এলাকায়।
[৪] জানা যায়, আক্রান্ত অধিকাংশ রোগীই ঢাকা, সাভার এবং নারায়ণগঞ্জ থেকে আসা। আজ সকালে সরেজমিনে দেখা যায়, পিরোজপুর সদর রাস্তায় উপচে পরা ভির। সামাজিক দুরত্ব না মেনেই। একে অন্যের সাথে গাঁ ঘেষে ভির জমাচ্ছে দোকান গুলোতে। বিশেষ করে কাঁচা বাজার, মাছের বাজারে উপচে পরা ভীর। প্রসাশনের তৎপরতায় সাময়িক সর্তক হলেও। তারা চলে যেতেই একই চেহারায় ফিরে যায় পিরোজপুর সদর রোডসহ অধিকাংশ স্থানে।
[৫] পিরোজপুর সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জানান, নতুন আক্রাক্ত রোগীদের মধ্যে ৮ জনই জেলার ইন্দুরকানী উপজেলার চর বলেশ্বর গ্রামের। অপরজন মঠবাড়িয়া উপজেলার ধানিসাফা গ্রামের। এরা সবাই ঢাকা থেকে গ্রামের বাড়িতে এসেছে। শুক্রবার রাতেই নতুন করোনা আক্রান্তদের বাড়ি লকডাউন করাসহ প্রয়োজনীয় ব্যবস্তা গ্রহণ করবে উপজেলা প্রশাসন।
[৬] সিভিল জানান কার্যালয় সূত্রে জানা গেছে, পিরোজপুর জেলায় এ পর্যন্ত ৮৮১টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে। এর মধ্যে শুক্রবার পর্যন্ত ৫৩টি করোনা পজেটিভ, ৫৯২টি নেগেটিভ রিপোর্ট এসেছে। ২৪৩টি রিপোর্ট এখনও আসেনি। করোনা রোগী থেকে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ জন।