শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ২৩ মে, ২০২০, ১২:২৫ দুপুর
আপডেট : ২৩ মে, ২০২০, ১২:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দু’মুঠো ভাতের জন্য হাত পেতেছেন মহাভারতের ইন্দ্র

সালেহ্ বিপ্লব : [২] একসময়কার পাঞ্জাবী সিনেমা ও টেলিভিশনের জনপ্রিয় মুখ  সতীশ কৌল। বলিউডেও কীর্তির ছাপ রেখে যাওয়া এই অভিনেতা  বিআর চোপড়ার মহাভারতে ইন্দ্রের ভূমিকায় অভিনয় করে তুমুল জনপ্রিয় হয়েছিলেন। লকডাউনে দুর্দশায় পড়েছেন ৬৫ বছর বয়সী সতীশ। এনডিটিভি, পিটিআই, বাংলানিউজদুনিয়া, জিনিউজ

[৩] তিনি তিন শতাধিক হিন্দি ও পাঞ্জাবি সিনেমায় কাজ করেছেন। প্যায়ার তো হোনা হি থা, আন্টি নং ১, জাঞ্জির, ইয়ারানা, রাম লখন প্রভৃতি সিনেমায় অভিনয় করেছেন। মহাভারত ছাড়াও তিনি জনপ্রিয় টেলিভিশন শো বিক্রম অউর বেতালেও অভিনয় করেছেন। ২০১০ সালে পিটিসি পাঞ্জাবি চলচ্চিত্র পুরস্কারে সতীশ কৌল লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মানে ভূষিত হন।

[৪]সতীশ কৌল মুম্বাই থেকে পাঞ্জাব চলে গিয়ে ২০১১ সালে লুধিয়ানায় একটি অভিনয় স্কুল শুরু করেন, তবে স্কুলটি চালাতে পারেননি।  এরপর তিনি স্বল্প পরিমাণ অর্থের বিনিময়ে পাতিয়ালার একটি বিশ্ববিদ্যালয়ে চাকুরি নেন। ২০১৫ সালে এক দুর্ঘটনায় তার নিতম্বের হাড় ভেঙে যায়। আড়াই বছর হাসপাতালে শয্যাশায়ী থাকার পর বৃদ্ধাশ্রমে কাটান দু'বছর।

[৫] সম্প্রতি লুধিয়ানায় একটি বাড়ি ভাড়া নিয়েছেন। তিনি জানান,  এখানে সত্য দেবীর সঙ্গে রয়েছি। আমার স্বাস্থ্য ঠিক আছে, আমি ভাল আছি তবে লকডাউন সমস্যা আরও বাড়িয়ে দিয়েছে।এই পরিস্থিতিতে তিনি অভিনয় জগতের সহকর্মীদের কাছে সাহায্য চেয়েছেন।

[৬] সতীশ বলেন, আমি ওষুধ, মুদির সামগ্রী এবং প্রাথমিক প্রয়োজনের জন্যও লড়াই করছি। আমি বিনোদন শিল্পের মানুষদের আমাকে সাহায্য করার জন্য আবেদন করছি। আমি একজন অভিনেতা হিসেবে ভালোবাসা পেয়েছি, একজন মানুষ হিসাবে আমার এখন কিছুটা সাহায্য দরকার।

[৭] জনপ্রিয় অভিনেতা বলেন, আবারও অভিনেতা হয়ে ক্যারিয়ার শুরু করতে প্রস্তুত তিনি। বললেন, ওরা যদি আমাকে ভুলে যায় তবে ঠিক আছে। আমি এত ভালোবাসা পেয়েছি যে আমি কৃতজ্ঞ। আমি চিরকাল এর জন্য দর্শকদের কাছে ঋণী। এখন, আমার আশা আমার পছন্দ মতো একটি সুন্দর জায়গা কিনতে চাই যেখানে আমি থাকতে পারব। অভিনয়ের আগুন আমার মধ্যে এখনও বেঁচে রয়েছে, শেষ হয়নি। আমি চাই কেউ আমাকে একটি ভূমিকায় অভিনয় করতে বলুক। যে কোনো ভূমিকায় আমি কাজ করব।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়