শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ২১ মে, ২০২০, ০৪:১৯ সকাল
আপডেট : ২১ মে, ২০২০, ০৪:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাভাইরাস বাংলাদেশ দলের জন্য ইতিবাচক হতে পারে, বললেন কোচ রাসেল ডমিঙ্গো

এল আর বাদল : [২] অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ যেনো ঝুলে আছে করোনাভাইরাসের কারণে। যদিও এই আসর আয়োজনে আশাবাদী স্বাগতিকরা। আইসিসিও আশা ছাড়ছে না যথাসময়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে। তবে বিশ্বকাপের ভাগ্য নির্ধারণ হবে ২৮ মে। ওই দিন আইসিসির সভায় চূড়ান্ত হবে ভাগ্য।

[৩] এ প্রসঙ্গে বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বলেন, করোনা ভাইরানের কারণে বিশ্বকাপ পেছালে বাংলাদেশের জন্য ইতিবাচক হবে। তাহলে নিষেধাজ্ঞা কাটিয়ে বিশ্বকাপে অংশ নিতে পারবেন সাকিব আল হাসান। বিশ্বসেরা এই অলরাউন্ডারের নিষেধাজ্ঞা শেষ হবে এ বছরের ২৯ অক্টোবর।

[৪] সূচি অনুযায়ী ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। তাই সাকিবের বিশ্বকাপে খেলা নিয়ে রয়েছে শঙ্কা। এমন অবস্থায় করোনাভাইরাস মঙ্গল বয়ে আনতে পারে বাংলাদেশ দলের জন্য। তবে বিশ্বকাপ পেছালে আবারও নতুন করে পরিকল্পনা সাজাতে হবে বাংলাদেশকে, এটাও জানিয়ে দিলেন বাংলাদেশের প্রধান কোচ।

[৫] ডমিঙ্গো বলেন, শেষ ৬-৭ মাস আমরা শুধু টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েই কথা বলেছি। কারণ এটাই আমাদের পরবর্তী বড় ইভেন্ট। আশা করছি বিশ্বকাপ হবে। আমাদেরকে আরও এক-দুই সপ্তাহ অপেক্ষা করতে হবে চূড়ান্ত সিদ্ধান্ত জানতে।

[৬] যদি এটা না হয় তাহলে আমাদের আবার নতুন করে সব শুরু করতে হবে। আমাদের পরিকল্পনা সাজাতে হবে আবারও। আর যদি বিশ্বকাপ পিছিয়ে যায় তাহলে আমরা সাকিবকে পাচ্ছি, যা আমাদের জন্য অনেক ইতিবাচক একটা দিক।' আরও যোগ করেন তিনি।

[৭] টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা ওঠার কথা ১৮ অক্টোবর। একদিন পর থেকে অভিযান শুরু করবে বাংলাদেশ। প্রথম রাউন্ডে নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, নামিবিয়ার মুখোমুখি হবেন টাইগাররা। এ রাউন্ড উৎরাতে পারলেই সুপার ১২-এর টিকিট পাবেন তারা। - সূত্র : ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়