দেবদুলাল মুন্না:[২] ফেসবুকের ওয়েব সাইটে এ ঘোষণা দেওয়া হয়েছে। এ ব্যবসার জন্য ‘শপস’ নামের অ্যাপটি নামাতে হবে এবং অবশ্যই ক্ষুদ্র ব্যবসায়ী হতে হবে। এ ব্যবসা করার জন্য ফেসবুক কোনো বাড়তি টাকা নিবে না। তবে ফেসবুকে নিজের প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিলে টাকা দিতে হবে।
[৩]কোম্পানিটির মালিকানাধীন আরেকটি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামেও এই ফিচারের মাধ্যমে ব্যবসা করা যাবে।
[৪] টেকডটনেট জানায়, তবে পুরোপুরি নিয়ন্ত্রণ যারা এখানে ব্যবসা করতে চান তাদের কাছে থাকবে না।‘শপস’ ফিচারটি শপিফাই, বিগকমার্স এবং উয়ের মতো থার্ডপার্টি প্রতিষ্ঠান পরিচালনা করবে। এতে বরঞ্চ লোকসান তো নেইই বরং লাভ ব্যবসায়ীদের। কারণ তাদের পণ্য হোম ডেলিভারিতে পৌঁছে দিতে বাড়তি লোকও নিয়োগ দিতে হবে না।
[৫]মঙ্গলবার লাইভ স্ট্রিমে ফেইসবুক সিইও মার্ক জাকারবার্গ নতুন ফিচারের বিষয়ে বলেন, ‘মহামারীর সময়ে দোকান, রেস্টুরেন্ট খুলতে না পারলে অনলাইনে ব্যবসা করতে পারেন।’
[৬] জাকারবার্গ জানান, শপস ফিচারকে ধীরে ধীরে ওয়েব কমার্সে উন্নত করা হবে।
[৭] যুক্তরাষ্ট্র, প্যারিস, সুইজারল্যান্ডসহ বেশ কয়েকটি দেশে ফেসবুকে এমন ব্যবসা চালু হয়েছে গত বুধবার থেকে।