সুজন কৈরী : [২] আশুগঞ্জের খড়িয়ালা বাজার সংলগ্ন আলী আকবর রাইচ মিলের সামনে অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ম্দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ব্রহ্মণবাড়িয়া জেলা কার্যালয়।
[৩] আটকরা হলেন- মো. হানিফ মিয়া (৩৬) এবং রিপন কৈরী (৩৫)।
[৪] ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ বলেন, আটকরা গাঁজাগুলো গরুবাহী একটি পিকআপের (ঢাকা মেট্রো-ন-১১-৪৭১৩) পেছনে পাটাতনের উপর খড় দিয়ে ঢাকা এবং গরুর পায়ের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে নিয়ে যাচ্ছিলেন। গোপন তথ্যে জানতে পেরে অভিযানটি চালানো হয়।
[৫] আটকরা উদ্ধার হওয়া গাঁজাগুলো হবিগঞ্জ থেকে ঢাকায় পাচারের উদ্দেশ্যে বহন করছিলেন। তাদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে। [৬] সুব্রত সরকার বলেন, গত ২৫ থেকে মার্চ ১৯ মে পর্যন্ত থেকে মোট ১০৯ কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা কার্যালয়।