নিজস্ব প্রতিবেদক : [২] চলমান কোভিড-১৯ ভাইরাসে সৃষ্ট দূর্যোগপূর্ণ পরিস্থিতিতে বাংলাদেশ দলের উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিমন নানা উদ্যোগ গ্রহণ করে সহায়তা করছেন। এবার হুইলচেয়ার ক্রিকেটারদের ঈদ উপলক্ষে উপহার দিয়েচেন এ তারকা ক্রিকেটার।
[৩] মুশফিকের দেয়া এ উপহার হুইলচেয়ার দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলা ক্রিকেটারদের পাশাপাশি পাবেন ঘরোয়া পর্যায়ে খেলা প্রতিবন্ধী ক্রিকেটাররাও। এ ব্যাপারে হুইলচেয়ার ক্রিকেট দলের অধিনায়ক মোহাম্মদ মহসিন বলেন, ‘হুইলচেয়ার দলের হয়ে আমরা যারা আন্তর্জাতিক ম্যাচ খেলেছি, মুশফিক ভাই তাদেরকে উপহার প্রদান করেছেন। জাতীয় টুর্নামেন্ট খেলা বিভাগীয় ক্লাবগুলোর ক্রিকেটারদেরকেও আমরা এটার আওতায় নিয়ে আসছি। মুশফিক ভাইকে ধন্যবাদ জানাই।’
[৪] করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময়ে আরও নানা সামাজিক কাজে যুক্ত হয়েছেন মুশফিক। ক্রিকেট সংশ্লিষ্টদের মধ্যে যারা অপেক্ষাকৃত কম সুবিধাভোগী তাদের খোঁজখবরও রাখছেন নিয়মিত। মহসিন আরও জানান, ‘এই উপহার পেয়ে আমরা সবাই খুব খুশি। বিসিবি থেকেও আমরা ইতোমধ্যে একবার সহায়তা পেয়েছি। এবার মুশফিক ভাই এগিয়ে এলেন। বর্তমান সংকট মোকাবেলায় এই উপহার আমাদের খুব কাজে আসবে।’