শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ১৯ মে, ২০২০, ০৬:২৪ সকাল
আপডেট : ১৯ মে, ২০২০, ০৬:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কূটনীতি নিকটদৃষ্টি দিয়ে নয়, দূরদৃষ্টি দিয়ে চলে

সুব্রত বিশ্বাস : করোনার সুরক্ষা প্রয়াস বিপুল বাগাড়ম্বর, শেষাবধি লঘুক্রিয়া আশঙ্কা এমতাবস্থায় অকস্মাৎ অবস্থানের পরিবর্তন ঘটতে দেখা গেলো না। দেশের কয়েক মাস যে সহসা সদর্থক পদক্ষেপকেও ভরসা করা, পা তোলার পর পা ফেলা, তাতেই একটি পূর্ণ পদক্ষেপ ঘটবে। সুতরাং আকস্মিক প্রয়াস শেষ অবধি পূর্ণ পদক্ষেপ ঘটলে তবেই সত্যকারের পরিবর্তনের আশা করা সম্ভব। অহ্বান, নিমন্ত্রণ, সত্যিকারের পরিবর্তনের বিশ্বাস শেষ। ভরসানীতি অপেক্ষাও বেশি মনোযোগ যেন চমক সৃষ্টির তাড়না পথ পদক্ষেপে, সব রকম আলোচনা বৈঠক ও প্রস্তাব উপর্যুপরি পথ পাল্টানো, মনে হয় যেন কূটনীতির অপেক্ষা রাজনীতি বেশি, নীতির জলে অভ্যন্তরীণ মাছ ধরার চেষ্টা। বললে অত্যুক্তি হবে না যে, করোনার ক্রমাবনতির কারণ এটাও।

 

গৃহাভিমুখে তাকিয়ে বাইরের পথ স্থির করলে বিপর্যয় আসবেই। কূটনীতি নিকটদৃষ্টি দিয়ে চলে না, দূরদৃষ্টি দিয়ে চলে। অতিমারির আবহে যখন মঞ্চে ফিরতেই হবে, তখন আশা থাকুক যে বিলম্বে হলেও স্থিরনীতি নিজের শিকড়ে প্রত্যাবর্তনের চেষ্টা করবে। পরিবর্তিত বিশ্বে নতুন করে মিত্রতা ও সমন্বয়ের পথটি খুলবে। স্বাধীনতাউত্তর সময়ে শীতল যুদ্ধের দিনগুলোতে দক্ষিণ এশিয়ায় এভাবেই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বাংলাদেশ।

 

কোভিডউত্তর যুগে চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের সংঘাতে নির্জোট আন্দোলনও নতুন ভূমিকায় অবতীর্ণ হতে পারে, তৎসঙ্গে ভারত, বাংলাদেশ নতুন ভূমিকায় অবতীর্ণ হতে পারে। গ্লোবাল সাউথে’ সার্কের আপৎকালীন তহবিলে ১ কোটি মার্কিন ডলার অনুদানের ঘোষণা হলো। আশা থাকুক, এই পথেই প্রতিবেশী দেশসমূহের আস্থা অর্জন করে বাংলাদেশ নিজের মর্যাদা পুনরুদ্ধার করবে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়