মাসুদ রানা : অনেককেই দেখি ‘হতদরিদ্র’ মানুষের কথা বলেন, তাদের সাহায্যের কথা বলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে এই ‘হতদরিদ্র’ যৌগিক শব্দটির অর্থ কী? এই যৌগিক শব্দের প্রধন শব্দটি হচ্ছে ‘দ্ররিদ্র’, যার অর্থ হচ্ছে অভাবগ্রস্ত বা গরিব। ‘হত’ শব্দের ৫টি অর্থ অভিধানে বলা হয়েছে : [১] হত্যা করা বা বধ করা হয়েছে এমন; [২] নষ্ট, নাশপ্রাপ্ত; (৩) লুপ্ত; (৪) ব্যাহত; (৫) মন্দ।আমরা
যখন বলি ‘যুদ্ধে হত সৈনিক’, তখন আমরা যুদ্ধে মৃত সৈনিক বুঝাই। একইভাবে, ‘হতগৌরব’ বলতে নষ্ট হয়ে যাওয়া গৌরব, ‘হতবুদ্ধি’ বলতে বুদ্ধির লোপ, ‘হতোদ্যম’ বলতে ব্যাহত উদ্যম এবং ‘হতভাগ্য’ বলতে মন্দ ভাগ্য বুঝানো হয়। অর্থাৎ, ‘হত’ শব্দের সাথে যে-শব্দটি যুক্ত হয়, তার বিনাশ বুঝানো হয়ে থাকে।
উপরের নিয়ম যদি ঠিক হয়, ‘হতদরিদ্র’ শব্দের অর্থ কী হওয়া উচিত? এর অর্থ হবে যে দরিদ্র হত বা মৃত। আর, ‘হতদারিদ্র্য’ হবে বিলুপ্ত দারিদ্র্য। সুতরাং, ‘হতদরিদ্র’ শব্দের ব্যবহারটি ঠিক আছে কি-না তা আমাদের বিশেষভাবে ভেবে দেখা দরকার। ১৭/০৫/২০২০। ল-ন, ইংল্যা-।