জুয়েল বড়ুয়া, চট্টগ্রাম প্রতিনিধি : [২] দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ এস আলম গ্রুপের চেয়ারম্যানের পরিবারের ৬ সদস্যের শরীরে করোনা সনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে। আক্রান্ত হয়েছেন এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের বড় ভাই, ছোট ভাই , এক নারীসহ পরিবারের মোট ৬ সদস্য।
[৩] রোববার (১৭ মে) রাতে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় ফলাফলে দেখা যায়, ১৩০টি নমূনার মধ্যে ৩৪ জনের করোনা শনাক্ত হয়।এর মধ্যে পাঁচলাইশস্থ সুগন্ধা আবাসিক এলাকার ১ নম্বর সড়কের ৬ বাসিন্দার রয়েছে। তারা সবাই এস আলম গ্রুপের পরিবারের সদস্য।
[৪] জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ল্যাবে সর্বমোট ১৩০ টি নমুনা পরীক্ষা করা হয়। তারমধ্যে সর্বমোট ৩৪ জনের ফলাফল পজেটিভ আসে। এর মধ্যে চট্টগ্রাম নগরীর ৩১ জন ও উপজেলার ২ জন রয়েছে। নগরের ৩১ জনের মধ্যে দুজন রোগীর রিটেস্ট করা হয়েছে। নগরের এই ৩১ জনের মধ্যে সুগন্ধা আবাসিক এলাকার ১ নম্বর সড়কের ৬ বাসিন্দার করোনা রিপোর্টও পজেটভ আসে। তারা প্রত্যেকেই এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদের নিকটাত্মীয়।
[৫] করোনা আক্রান্তরা হলেন, এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের পাঁচ ভাই যথাক্রমে এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান আবদুস সামাদ (লাবু), একই গ্রুপের মালিকানাধীন এনআরবি গ্লোবাল ব্যাংকের পরিচালক মোরশেদুল আলম। এস আলম গ্রুপের পরিচালক রাশেদুল আলম। ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান ও এস আলম গ্রুপের পরিচালক মোহাম্মদ শহীদুল আলম। এস আলম গ্রুপের পরিচালক ওসমান গণি এবং ফারজানা পারভীন নামে পরিবারের এক নারী সদস্য ।
[৬] এর আগে গত শনিবার করোনা আক্রান্ত হয়েছিলেন মোস্তফা গ্রুপের চেয়ারম্যান হেফাজতুর রহমান। তারা ওই বাড়িতে অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন। পাঁচলাইশ থানা পুলিশ তাদের ভবনটি লকডাউন করে দিয়েছে। সম্পাদনা : জেরিন আহমেদ