সুজন কৈরী : [২] রোবাবর ওই পুলিশ সদস্যরা কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ছেড়েছেন। করোনা ভাইরাস পজেটিভ হওয়ায় বিভিন্ন সময় তারা কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হন।
[৩] সরকারের আইইডিসিআরের চিকিৎসা প্রটোকল অনুযায়ী ৪৬ পুলিশ সদস্যদের পরপর দুবার কোভিড-১৯ টেস্ট করা হয়। টেস্ট রিপোর্ট দুবারই নেগেটিভ হওয়ায় চিকিৎসকরা তাদেরকে করোনামুক্ত ও সুস্থ ঘোষণা করে হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেন। এ নিয়ে প্রায় তিন শতাধিক পুলিশ সদস্য করোনা থেকে সুস্থ হয়েছেন।
[৪] রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. সাইফুল ইসলাম সানতু জানান, হাসপাতাল ছেড়ে যাওয়ার সময় করোনা প্রতিরোধের সম্মুখযোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।
[৫] পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইজিপি ড. বেনজীর আহমেদ করোনা শনাক্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী করোনা শনাক্ত পুলিশ সদস্যদের দেখাশোনায় বিশেষ টিম গঠন করা হয়েছে। কেন্দ্রীয় ও বিভাগীয় পুলিশ হাসপাতাল ছাড়াও রাজধানী ঢাকা এবং বিভাগীয় শহরে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বেসরকারি হাসপাতালে করোনা শনাক্ত পুলিশ সদস্যদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এসব উদ্যোগের ফলে পুলিশ সদস্যরা দ্রæত সুস্থ হয়ে উঠছেন।