শিরোনাম
◈ সহিংসতার ঢেউয়ে কেঁপে ওঠা বাংলাদেশের সামনে নতুন পথ রচনার সুযোগ  ◈ আন্তর্জাতিক অপরাধ আদালতে নেতানিয়াহুর গ্রেপ্তারি পরোয়ানা বহাল ◈ ইং‌লিশ লি‌গে অ‌নেক ক‌ষ্টে জিত‌লো আর্সেনাল ◈ ঢাকার উদ্বেগ: বাংলাদেশে ‘ভারতবিরোধী স্রোত’, দিল্লির গভীর উদ্বেগ ফেব্রুয়ারির নির্বাচন কি সহিংসতায় ব্যাহত হবে? ◈ ১০ জনের সেভিয়ার বিরু‌দ্ধে রিয়াল মাদ্রিদের জয়, রোনালদোর রেকর্ড ছুঁলেন এমবাপ্পে ◈ হালান্ডের কীর্তির দিনে ও‌য়েস্ট হ‌্যা‌মের বিরু‌দ্ধে ম‌্যান‌চেস্টার সি‌টির জয় ◈ সাবেক ১০ সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ ◈ তারেক রহমানকে বহনকারী ফ্লাইট থেকে মধ্যরাতে দুই কেবিন ক্রু প্রত্যাহার করলো বিমান ◈ নির্বাচন ও গণভোট ঘিরে সরব কূটনীতিকরা: কঠোর নিরাপত্তার বার্তা সরকারের ◈ ভালুকায় হিন্দু যুবককে পিটিয়ে পুড়িয়ে হত্যা, কী ঘটেছিল সেখানে

প্রকাশিত : ১৭ মে, ২০২০, ১১:৩১ দুপুর
আপডেট : ১৭ মে, ২০২০, ১১:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]করোনা থেকে সুস্থ হলেন আরও ৪৬ পুলিশ সদস্য

সুজন কৈরী : [২] রোবাবর ওই পুলিশ সদস্যরা কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ছেড়েছেন। করোনা ভাইরাস পজেটিভ হওয়ায় বিভিন্ন সময় তারা কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হন।

[৩] সরকারের আইইডিসিআরের চিকিৎসা প্রটোকল অনুযায়ী ৪৬ পুলিশ সদস্যদের পরপর দুবার কোভিড-১৯ টেস্ট করা হয়। টেস্ট রিপোর্ট দুবারই নেগেটিভ হওয়ায় চিকিৎসকরা তাদেরকে করোনামুক্ত ও সুস্থ ঘোষণা করে হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেন। এ নিয়ে প্রায় তিন শতাধিক পুলিশ সদস্য করোনা থেকে সুস্থ হয়েছেন।

[৪] রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. সাইফুল ইসলাম সানতু জানান, হাসপাতাল ছেড়ে যাওয়ার সময় করোনা প্রতিরোধের সম্মুখযোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।

[৫] পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইজিপি ড. বেনজীর আহমেদ করোনা শনাক্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী করোনা শনাক্ত পুলিশ সদস্যদের দেখাশোনায় বিশেষ টিম গঠন করা হয়েছে। কেন্দ্রীয় ও বিভাগীয় পুলিশ হাসপাতাল ছাড়াও রাজধানী ঢাকা এবং বিভাগীয় শহরে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বেসরকারি হাসপাতালে করোনা শনাক্ত পুলিশ সদস্যদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এসব উদ্যোগের ফলে পুলিশ সদস্যরা দ্রæত সুস্থ হয়ে উঠছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়