শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ১৭ মে, ২০২০, ১২:০৪ দুপুর
আপডেট : ১৭ মে, ২০২০, ১২:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অনাহারে দিন কাটছে দৌলতদিয়া ও বানিয়াশান্তা যৌনপল্লীর মানুষগুলোর : তাসনুভা আনান শিশির

মিনহাজুল আবেদীন : [২] শনিবার ডিবিসি টিভির টকশোতে এ ট্রান্সজেন্ডার রাইটস অ্যাকটিভিস্ট বলেন, করোনায় যৌনকর্মী ও তৃতীয় লিঙ্গের মানুষের দুরাবস্থার মধ্যে দিন পার করছে। তারা না খেয়ে ঘরে বসে দিন কাটাচ্ছে। বিভিন্ন জায়গায় বাড়িওয়ালারা ভাড়ার টাকার জন্য খারাপ ব্যবহারসহ চাপ প্রয়োগ করছে। অনেক মানুষকে বাসা থেকে বের করে দেয়া হচ্ছে।

[৩] তাসনুভা আনান শিশির বলেন, সরকারের ত্রাণ সহায়তার তালিকায় তৃতীয় লিঙ্গের মানুষদের নাম আসে না। ফলে তাদের মধ্যে খাদ্য সংকট বেশি দেখা দিয়েছে। তিনি বলেন, নিজেদের ফান্ড থেকে আমরা তাদের জন্য ১০ দিনের খাবারের ব্যবস্থা করেছি।

[৪] তিনি বলেন, দৌলতদিয়ায় ৪ জন যৌনকর্মী করোনা শনাক্ত হয়েছে। সেখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ফলে তারা অর্থ এবং খাবার সংকটে ভুগছে। তেমনিভাবে বানিয়াশান্তা যৌনপল্লীতে মানুষের চোখে অশ্রু, কোনো খাবার নেই। পাশেও মুদির কোনো দোকান নেই। বের হবার কোনো জায়গা নেই। স্থানীয় পর্যায়ে খাবার দেয়া হলেও সেটা সামান্য, যা তাদের জন্য যথেষ্ট নয়। ফলে কষ্টের মধ্যে অতিবাহিতি করছে তাদের দিন।

[৫] তার পরামর্শ, প্রশাসনের লোকদের ত্রাণ বিতরণের সময় নিজেদের পরিবারের সদস্য ভাবতে হবে। তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। ভালবাসার পরশ বিলিয়ে দিতে হবে। তাহলে এ দুঃসময়ে সব কিছুর সমাধান হবে।

[৬] তিনি আরও বলেন, সরকারকে যদি যৌনকর্মীদের বিকাশে ২৫’শ টাকা করে দেয়, তারা ঘর ভাড়া দিতে পারবে। বাড়তি দুশ্চিন্তা করতে হবে না। তবে দায়িত্ববোধের জায়গা থেকে সবাইকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। তাহলে করোনা মহামারীর এ সময়ে কোনো সম্প্রদায় না খেয়ে থাকবে না। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়