শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১৭ মে, ২০২০, ১২:২০ দুপুর
আপডেট : ১৭ মে, ২০২০, ১২:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমতলীর ঈদ বাজারে প্রচন্ড ভিড়, স্বাস্থ্যবিধি মানছেন না কেউ!

জিয়া উদ্দিন সিদ্দিকী, আমতলী (বরগুনা) প্রতিনিধি : [২] বরগুনার আমতলীতে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই ঈদের কেনাকাটায় ব্যস্ত হয়ে পরেছে এ উপজেলার মানুষ। উপজেলার বিভিন্ন হাট- বাজারের বিপণি বিতানগুলোতে বাড়ছে প্রচন্ড ভিড়। এ পরিস্থিতিতে বাড়ছে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি। অনেকদিন পর সীমিত আকারে মার্কেট ও বিপণি বিতানগুলো খোলায় প্রশাসন কিছুটা শিথিল আচরণ করছে।

[৩] পৌরসভাসহ উপজেলার বিভিন্ন হাট- বাজারের প্রতিটা দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড়। দীর্ঘ বন্ধের পর সীমিত পরিসরে মার্কেট খোলার অনুমতি দিয়েছে সরকার। স্বাস্থ্যবিধি ও প্রশাসনিক নানা শর্তে দোকানপাট ও মার্কেট খোলার পর সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে। দোকান মালিকরা কিছুটা সতর্কতা অবলম্বন করলেও ক্রেতারা বেপরোয়া।

[৪] শনিবার আমতলী উপজেলার পৌরশহরসহ বিভিন্ন বিপণি বিতাণ ঘুরে দেখাগেছে, মানুষের উপচে পড়া ভিড়। ঈদকে কেন্দ্র করে গাদাগাদি করে কাপড়ের দোকান, কসমেটিক্স, তৈরী পোষাক ও জুতার দোকানে মানুষ তাদের পছন্দের পণ্যটি কেনাকাটা করছেন। এদের মধ্যে কেনাকাটা করতে আসা অধিকাংশই নারী ও শিশু। কেহ স্বাস্থ বিধি মানছেন না।

[৫] সিরাজ উদ্দিন বস্ত্র বিতাণের মালিক ও পৌর কাউন্সিলর রিয়াজ উদ্দিন মৃধাসহ একাধিক ব্যবসায়ীরা বলছেন, ক্রেতাদের ভিড় বাড়লে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হয় না। তাই আমাদের ঝুঁকি নিয়েই বেচা বিক্রি করতে হচ্ছে। স্বাস্থবিধি না মানার ক্ষেত্রে প্রশাসন কঠোর পদক্ষেপ নিলেও আমাদের কিছুই করার থাকবে না। সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়