শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ১৭ মে, ২০২০, ১২:২০ দুপুর
আপডেট : ১৭ মে, ২০২০, ১২:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমতলীর ঈদ বাজারে প্রচন্ড ভিড়, স্বাস্থ্যবিধি মানছেন না কেউ!

জিয়া উদ্দিন সিদ্দিকী, আমতলী (বরগুনা) প্রতিনিধি : [২] বরগুনার আমতলীতে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই ঈদের কেনাকাটায় ব্যস্ত হয়ে পরেছে এ উপজেলার মানুষ। উপজেলার বিভিন্ন হাট- বাজারের বিপণি বিতানগুলোতে বাড়ছে প্রচন্ড ভিড়। এ পরিস্থিতিতে বাড়ছে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি। অনেকদিন পর সীমিত আকারে মার্কেট ও বিপণি বিতানগুলো খোলায় প্রশাসন কিছুটা শিথিল আচরণ করছে।

[৩] পৌরসভাসহ উপজেলার বিভিন্ন হাট- বাজারের প্রতিটা দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড়। দীর্ঘ বন্ধের পর সীমিত পরিসরে মার্কেট খোলার অনুমতি দিয়েছে সরকার। স্বাস্থ্যবিধি ও প্রশাসনিক নানা শর্তে দোকানপাট ও মার্কেট খোলার পর সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে। দোকান মালিকরা কিছুটা সতর্কতা অবলম্বন করলেও ক্রেতারা বেপরোয়া।

[৪] শনিবার আমতলী উপজেলার পৌরশহরসহ বিভিন্ন বিপণি বিতাণ ঘুরে দেখাগেছে, মানুষের উপচে পড়া ভিড়। ঈদকে কেন্দ্র করে গাদাগাদি করে কাপড়ের দোকান, কসমেটিক্স, তৈরী পোষাক ও জুতার দোকানে মানুষ তাদের পছন্দের পণ্যটি কেনাকাটা করছেন। এদের মধ্যে কেনাকাটা করতে আসা অধিকাংশই নারী ও শিশু। কেহ স্বাস্থ বিধি মানছেন না।

[৫] সিরাজ উদ্দিন বস্ত্র বিতাণের মালিক ও পৌর কাউন্সিলর রিয়াজ উদ্দিন মৃধাসহ একাধিক ব্যবসায়ীরা বলছেন, ক্রেতাদের ভিড় বাড়লে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হয় না। তাই আমাদের ঝুঁকি নিয়েই বেচা বিক্রি করতে হচ্ছে। স্বাস্থবিধি না মানার ক্ষেত্রে প্রশাসন কঠোর পদক্ষেপ নিলেও আমাদের কিছুই করার থাকবে না। সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়