শিরোনাম
◈ রোহিঙ্গাদের মায়ানমারে ফেরত পাঠাতে প্রস্তাব ইইউ ও ওআই‌সির, বাংলাদেশ বললো এত শরণার্থীর বোঝা আর নেওয়া যাচ্ছে না ◈ ঢাকা ক‌্যা‌পিটাল‌সের আরও একটি চমক, মেন্টর হলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ সকালে পাকিস্তানও কেঁপেছে ৫.২ মাত্রার ভূমিকম্পে ◈ ভূমিকম্পে ঢাকার বংশালে বিল্ডিংয়ের রেলিং ভেঙে পড়ে নিহত অন্তত ৩ ◈ ভূমিকম্পে ঢাকায় আরমানীটোলায় ভবন ধস, হেলে পড়েছে কলাবাগান, মাতুয়াইল ও নিউমার্কেটের পাশের একটি ভবন ◈ 'এখনই তত্ত্বাবধায়ক' দাবি থেকে কেন সরে এলো বিএনপি ও জামায়াত? ◈ ভূমিকম্পে কেঁপে উঠলো কলকাতাও ◈ আর্থিক দুর্নীতির মামলায় প্রিয়াঙ্কা গান্ধীর স্বামীর বিরুদ্ধে দিল্লির আদালতে চার্জশিট জমা ◈ হামজা চৌধুরীর অভিনন্দন বার্তা পে‌য়ে বিস্মিত মুশফিকুর র‌হিম ◈ ঢাকাসহ বাংলাদেশের অন্যান্য স্থানে ৫.২ মাত্রার ভূমিকম্প

প্রকাশিত : ১৫ মে, ২০২০, ০৯:০৩ সকাল
আপডেট : ১৫ মে, ২০২০, ০৯:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সপ্তাহ ব্যবধানে মুরগির দাম বেড়েছে কেজিতে ৫০ টাকা, বাজারের অন্যান্য পণ্যের দাম স্বাভাবিক

লাইজুল ইসলাম : [২] শুক্রবার (১৫ মে) রাজধানীর পুরানা মগবাজার, কারওয়ান বাজার, পলাশী বাজার, নিউ মার্কেট কাঁচাবাজারের খবর নিয়ে জানাগেছে, কেজিতে ৫০ টাকা বেড়ে প্রতিকেজি বয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৭০ টাকা, কেজিতে ২০ টাকা বেড়ে প্রতিকেজি লেয়ার ২২০ টাকা, সাদা লেয়ার ১৮০ থেকে ২০০ টাকা। কেজিতে ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়ে প্রতিকেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকা, প্রতিকেজি দেশি মুরগি বিক্রি হচ্ছে ৫৫০ টাকা।

[৩] প্রতিডজন লাল ডিম বিক্রি হচ্ছে ৮৫ টাকা, ডজনে ১০ টাকা কমে দেশি মুরগির ডিম ১৪০ টাকা, সোনালি মুরগির ডিমি ১২০ টাকা, হাঁসের ডিম ১১০ থেকে ১২০ টাকা, কোয়েলের ডিম প্রতি ১০০ পিস ১৮০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

[৪] বাজারে প্রতিকেজি টমেটো বিক্রি হচ্ছে ২০-২৫, করলা ১৫-২০, উস্তা ২৫, গাজর ২৫, পেঁপে ২০, কচুরলতি ৩৫-৪০, বড় কচু ৩৫-৪৫, মুলা ৩০, চিচিঙ্গা-ধুন্দল-ঝিঙা ৪০, বেগুন (প্রকারভেদে) ২৫-৩৫, শসা ২৫-৩০ টাকা কেজিদরে।

[৫] প্রতিপিস লাউ বিক্রি হচ্ছে ৩০-৪০, বাঁধাকপি ২০, প্রতিহালি কলা ১৫-২০ টাকায় বিক্রি হয়েছে। আর প্রতিহালি ছোট লেবু ১০-১৫, বড় সাইজের লেবু ১৫-২০ টাকায় বিক্রি হচ্ছে।

[৬] প্রতিআটি কচুশাক ৭-১০, লালশাক ১০, মূলা শাক ১৫, পালংশাক ১৫, লাউ ও কুমড়াশাক ২০, পুঁইশাক ১৫ টাকায় বিক্রি করতে দেখা গেছে।

[৭] এসব বাজারে রসুন বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা, চায়না রসুন ১৩০ থেকে ১৪০ টাকা কেজিদরে। প্রতিকেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে (মানভেদে) ৪৫ থেকে ৫০ টাকা কেজিদরে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়