শিরোনাম
◈ বা‌র্সেলেনার কা‌ছে শি‌রোপা হারা‌নোর পর সুপার কাপকে কম গুরুত্বপূর্ণ বললেন রিয়াল মা‌দ্রিদ কোচ ◈ প্রাক-নির্বাচনী জরিপে জামায়াতের চেয়ে ১.১% এগিয়ে বিএনপি ◈ ক্রীড়া উপদেষ্টার দেওয়া বক্তব্য আইসিসির সরাসরি কোনো জবাব নয় বলে জানালেন উপ-প্রেস সচিব ◈ নির্বাচন ডাকাতি আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা ◈ বিতর্কিত তিন নির্বাচন নিয়ে তদন্ত কমিশনের প্রতিবেদন জমা ◈ ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ◈ জাপানে এক লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর লক্ষ্য—জাপানি বিনিয়োগ বাড়াতে আকিয়ে আবের সঙ্গে ইউনূসের বৈঠক ◈ শ্রমিকের অধিকার নিজেরা  ছিনিয়ে না নিলে কখনো অধিকার প্রতিষ্ঠিত হবে না: মঈন খান ◈ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সচিবালয়ে ব্যানার ◈ চার দেশের বাংলাদেশ মিশনের প্রেস সচিবকে দেশে ফিরে আসার নির্দেশ

প্রকাশিত : ১৫ মে, ২০২০, ০১:৪১ রাত
আপডেট : ১৫ মে, ২০২০, ০১:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রে মন্দা বিএমডব্লিউ গাড়ির বাজার

মুসা আহমেদ: [২] করোনা মোকাবেলার পর চলতি বছরের এপ্রিলে বিলাসবহুল মোটরগাড়ি বিক্রিতে ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে চীন। তবে জার্মানি বিলাসবহুল গাড়ি বিএমডব্লিউ’র বাজার পেতে সময় লাগবে মনে করছে এ শিল্প প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা। রয়টার্স

[২] রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশের বাজার এখন খুব ধীরগতি সম্পন্ন। বিলাসবহুল এ গাড়ি বিক্রি আগের অবস্থায় ফিরতে বেশ সময় লাগবে।

[৩] এ মাসের শুরুতে প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানায়, প্রথম প্রান্তিকে প্রত্যাশার চেয়ে অনেক কম আয় করেছে মোটরগাড়ির জনপ্রিয় এ ব্রান্ড। করোনার প্রভাবে চাহিদাও ব্যাপক কম ছিলো। যেকারণে আশানুরূপ গাড়ি বিক্রি করা সম্ভব হয়নি। দ্বিতীয় প্রান্তিকেও চরম বিপর্যয় অপেক্ষা করছে।

[৪] প্রতিষ্ঠানটি আরো জানায়, চীনে চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএমডব্লিউ গাড়ি বিক্রিতে ৮৮ শতাংশ পতনের পর এপ্রিলে ঘুরে দাঁড়িয়েছে প্রতিষ্ঠানটি। গাড়ি সরবরাহ ১৪ শতাংশ বেড়েছে দেশটিতে।

[৫] এ বিষয়ে প্রতিষ্ঠানটির নির্বাহী কর্মকর্তা অলিভার জিপসে বলেন, চীনের সাম্প্রতিক ফলাফলে এ শিল্পে এখনও বাঁচিয়ে রাখছে। দুর্ভাগ্যক্রমে, যুক্তরাষ্ট্র আমাদের বিএমডব্লিউ গাড়ি বিক্রির ক্ষেত্রে বড় একটি বাজার। তবে কারোনার কারণে দেশটিতে এখন সীমিত বিক্রি হচ্ছে এ গাড়ি। এটা অন্যান্য দেশের উন্নয়নের জন্য একটি নীলনকশা বলা চলে।

[৬] জিপসে বলেন, করোনা মহামারির কারণে ইউরোপের অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়েছে। উদাহরণস্বরূপ বলা যায়, স্পেন, ইতালি ও যুক্তরাজ্যে গাড়ি শিল্প ঘুরে দাঁড়াতে অনেক সময় লাগবে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রেও একই অবস্থা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়