শিরোনাম
◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন ◈ এবার নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের!, তীব্র প্রতিক্রিয়া ◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল ◈ প্রথম ওয়ান‌ডে ম‌্যা‌চে মুশফিক-রিয়াদের জায়গায় খেলবেন লিটন দাস ও মিরাজ ◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

প্রকাশিত : ১৫ মে, ২০২০, ০১:১১ রাত
আপডেট : ১৫ মে, ২০২০, ০১:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]সঙ্কট মূহুর্তে পোশাক শ্রমিকদের মজুরি কর্তন ভয়াবহ অপরাধ : মোশরেফা মিশু

শরীফ শাওন :  [২] রাষ্ট্র ও মালিকপক্ষ সমর্থিত শ্রমিক নেতাদের নিয়ে হয়েছে ত্রিপক্ষীয় বৈঠক : আবু হাসান টিপু

[৩] সকল শ্রমিক সংগঠনকে ডাকা উচিৎ ছিলো : তাসলিমা আক্তার

[৪] গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু বলেন, রাষ্ট্রীয় লকডাউন পরিস্থিতে শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে কর্মরত আছেন এটা আমাদের বড় প্রাপ্তি। এর মধ্যে ৪০ শতাংশ মজুরি কর্তন করা হবে অমানবিক। এসময় তিনি সংগঠনের পক্ষ থেকে পোশাক শ্রমিকদের শতভাগ বেতন ও ঈদ বোনাসের দাবি জানান।

[৫] বিল্পবী গার্মেন্টস শ্রমিক সংহতির সাধারন সম্পাদক আবু হাসান টিপু জানান, সাজানো একটি ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে শ্রমিকদের ৬০ শতাংশ বেতন দেয়ার ঘোষনা দেয়া হয়। শ্রমিকদের ঠকাতে এটা একটা পরিকল্পিত বৈঠক।

[৬] তিনি বলেন, ত্রিপক্ষীয় বৈঠকে শ্রমিক নেতা হিসেবে যাদের ডাকা হয়েছে তারা পুর্ব থেকেই সরকার ও ব্যাক্তিমালিকানাধীন গার্মেন্টস মালিক সমর্থিত। প্রকৃতপক্ষে শ্রমিকদের নিয়ে কাজ করা সংগঠনগুলোকে কৈশলে এড়িয়ে যাওয়া হয়। বৈঠকে অনেক সময় শ্রমিক সংগঠনের জোটগুলোর মধ্যে দু’একটি সংগঠনকে ডাকা হলেও শরীক সংগঠনগুলোকে ডাকা হয় না। দায় এড়াতেই এধরনের কৈশল অবলম্বন করা হয়।

[৭] তিনি আরো বলেন, শ্রমিকদের বাসা ভাড়া, দৈনন্দিন খাবার খরচসহ আনুসাঙ্গিক খরচ অর্ধেক হচ্ছে না। ফলে তাদের পুর্ণ বেতনের দাবি জানাই।

[৮] গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপতি তাসলিমা আক্তার বলেন, ত্রিপক্ষীয় বৈঠকে আমরা উপস্থিতি ছিলাম না। উপস্থিত নেতারা শ্রমিকদের পক্ষে যথাযথ ব্যবস্থা নিতে পারেননি। বৈঠকে ৬৫ শতাংশ বেতন দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছিলো। পুর্ব থেকেই আমাদের দাবি ছিলো বেতন কর্তন না করা।

[৯] তিনি আরো বলেন, যদি এমন হয় সিদ্ধান্তটা পুর্বে নির্ধারন করে সকলের উপর চাপিয়ে দেয়া হবে, তবে এ বিষয়ে কিছুই বলার নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়