শিরোনাম
◈ জামায়াত নেতৃত্বাধীন নির্বাচনী জোট নিয়ে ১০১ আলেমের তিন আপত্তি ◈ বিটিআরসি কার্যালয়ে হামলা-ভাঙচুরের ঘটনায় আটক ২৮ ◈ মানবাধিকার সংগঠনের চোখে বাংলাদেশে 'মব সন্ত্রাস' উদ্বেগজনক, থামছে না কেন ◈ দেশের স্বার্থে বিএনপি-জামায়াত একসাথে কাজ করবে: জামায়াত আমির  (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলা‌দে‌শে আসা ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ হলো না কেন? ◈ নেতৃত্ব বদলালেও সার্কের স্বপ্ন শেষ হয়নি: প্রধান উপদেষ্টা ◈ তারেক রহমানের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ ◈ তারেক রহমানের সাথে ডাকসু ভিপির সাক্ষাৎ, রাজনীতিতে নিজেদের মধ্যে ভিন্নতা বা বিভাজন থাকাটা গণতান্ত্রিক সৌন্দর্য ◈ বিমানের রেকর্ড মুনাফা: আয় ১১ হাজার কোটি ছাড়াল, লাভ বেড়েছে ১৭৮ শতাংশ ◈ বিটিআরসি ভবনে হামলা, আটক ৩০

প্রকাশিত : ১৩ মে, ২০২০, ০৮:২৫ সকাল
আপডেট : ১৩ মে, ২০২০, ০৮:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যেভাবে শপিং নিয়ন্ত্রণ করা যায়

ডা. শহীদুল্লাহ : সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে ঈদের শপিং নিয়ন্ত্রণ করা যায়। নিয়ন্ত্রণ করা না হলে যেসব গ্রাম বা ইউনিয়নে এখনো করোনাভাইরাস প্রবেশ করেনি, সেখানেও দ্রুত ছড়াবে। তাই সময় থাকতে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। দুইভাবে শপিং নিয়ন্ত্রণ করা সম্ভব। ১. সময়ের ভিত্তিতে : ধরা যাক মুন্সীগঞ্জ সদর উপজেলার ৯টি ইউনিয়ন আর মুন্সীগঞ্জ পৌরসভার ক্রেতাদের জন্য একদিন করে রুটিন করে দেওয়া যায়। তাহলে শহরের মার্কেটগুলোতে শুধু ওই ইউনিয়নের ক্রেতারা যাবেন। অন্যেরা যাবেন না।

 

আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন শহরের প্রবেশমুখে চেক করে আইডি কার্ড দেখে দেখে প্রবেশ করতে দেবেন। আর প্রশাসন থেকে ইউনিয়নগুলোতে আগেই তারিখ জানিয়ে দেওয়া হবে। যাতে তারা প্রস্তুতি নিতে পারেন। তাহলে ভিড় কম হবে। সংক্রমণও কম হবে। ২. স্থানের ভিত্তিতে : ঢাকার মতো দুই কিলোমিটারের মধ্যে যার যার এলাকার বাজারে কেনাকাটা করতে হবে। বাংলাবাজার ইউনিয়নের লোকজন বাংলাবাজারে, আধারার লোকজন চিতুলিয়া, মোল্লাকান্দির ক্রেতারা চরডুমুরিয়া, চরকেওয়ারের লোকজন মুন্সীর হাটে, রামপাল ইউনিয়নের ক্রেতারা সিপাইপাড়া ও হাতিমারা শপিং করবেন। এভাবে করলে লোকজন অনেকটা নিরাপদ থাকবেন।

 

স্থানীয় বাজারগুলো স্বয়ংসম্পূর্ণ হতে পারবে। গণপরিবহন এড়াতে পারবে। এক্ষেত্রে শহরে প্রবেশ করবে শুধু ব্যবসায়ীরা। আইনের লোকেরা তা দেখভাল করবেন। আগামীতে পরিস্থিতি আরও খারাপ হলে স্থানীয় বাজারগুলো প্রয়োজনীয় চাহিদা মেটাতে পারবে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়