শিরোনাম
◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী কার্যালয়ে  প্রধানমন্ত্রীকে উষ্ণ আন্তরিক অভ্যর্থনা ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন  ◈ পাটগ্রাম সীমান্তে বিএসএফে'র গুলিতে বাংলাদেশি নিহত ◈  কমবে তাপমাত্রা, মে মাসেই কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সম্ভাবনা ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা

প্রকাশিত : ১৩ মে, ২০২০, ০৮:২৫ সকাল
আপডেট : ১৩ মে, ২০২০, ০৮:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যেভাবে শপিং নিয়ন্ত্রণ করা যায়

ডা. শহীদুল্লাহ : সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে ঈদের শপিং নিয়ন্ত্রণ করা যায়। নিয়ন্ত্রণ করা না হলে যেসব গ্রাম বা ইউনিয়নে এখনো করোনাভাইরাস প্রবেশ করেনি, সেখানেও দ্রুত ছড়াবে। তাই সময় থাকতে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। দুইভাবে শপিং নিয়ন্ত্রণ করা সম্ভব। ১. সময়ের ভিত্তিতে : ধরা যাক মুন্সীগঞ্জ সদর উপজেলার ৯টি ইউনিয়ন আর মুন্সীগঞ্জ পৌরসভার ক্রেতাদের জন্য একদিন করে রুটিন করে দেওয়া যায়। তাহলে শহরের মার্কেটগুলোতে শুধু ওই ইউনিয়নের ক্রেতারা যাবেন। অন্যেরা যাবেন না।

 

আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন শহরের প্রবেশমুখে চেক করে আইডি কার্ড দেখে দেখে প্রবেশ করতে দেবেন। আর প্রশাসন থেকে ইউনিয়নগুলোতে আগেই তারিখ জানিয়ে দেওয়া হবে। যাতে তারা প্রস্তুতি নিতে পারেন। তাহলে ভিড় কম হবে। সংক্রমণও কম হবে। ২. স্থানের ভিত্তিতে : ঢাকার মতো দুই কিলোমিটারের মধ্যে যার যার এলাকার বাজারে কেনাকাটা করতে হবে। বাংলাবাজার ইউনিয়নের লোকজন বাংলাবাজারে, আধারার লোকজন চিতুলিয়া, মোল্লাকান্দির ক্রেতারা চরডুমুরিয়া, চরকেওয়ারের লোকজন মুন্সীর হাটে, রামপাল ইউনিয়নের ক্রেতারা সিপাইপাড়া ও হাতিমারা শপিং করবেন। এভাবে করলে লোকজন অনেকটা নিরাপদ থাকবেন।

 

স্থানীয় বাজারগুলো স্বয়ংসম্পূর্ণ হতে পারবে। গণপরিবহন এড়াতে পারবে। এক্ষেত্রে শহরে প্রবেশ করবে শুধু ব্যবসায়ীরা। আইনের লোকেরা তা দেখভাল করবেন। আগামীতে পরিস্থিতি আরও খারাপ হলে স্থানীয় বাজারগুলো প্রয়োজনীয় চাহিদা মেটাতে পারবে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়