ইসমাঈল হুসাইন ইমু : [২] মাদকসেবীদের কাছে ফেনসিডিল এখন সোনার হরিণ, ইয়াবা সোতো আর সহজে মিলছেনা। তবে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজধানীতে গাঁজা আসছে সবজির সাথে। দাম বেশি হলেও এদিকেই ঝুঁকছে সবাই।
[৩] মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো- এর সহকারি পরিচালক মো. খুরশিদ আলম বলেন, যারা নেশা করে, তাদের কাছে মাদকের কোন সংকট না। তারা নেশার কারণে হন্যে হয়ে খুঁজে বের করে কোথায় তাদের নেশার দ্রব্য পাওয়া যাবে। তবে করোনায় লকডাউনের কারণে মাদকের সরবরাহ কিছুটা কম ছিল। এখন লকডাউনের সিথিলের কারণে মাদক ব্যবসায়ীরা রাজধানীতে মাদকের চালান ঢোকানোর চেষ্টা করছে।
[৪] সংবাদ সংস্থা রয়টার্স এর তথ্য অনুযায়ী, ইউরোপের বিভিন্ন দেশে, কানাডা ও আমেরিকায় গাঁজা’র বিক্রি আর চাহিদা প্রায় দ্বিগুণ বেড়ে গেছে। গত বছর এই সময় গাঁজা’র যা চাহিদা ছিল তার ভিত্তিতে জানা গেছে, শুধু আমেরিকাতেই গত ১৬ থেকে ২২ মার্চ পর্যন্ত সময়ের মধ্যে গাঁজা বিক্রি এক লাফে প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এমনকি চিকিৎসার কাজে লাগে এমন গাঁজা’র বিক্রিও বৃদ্ধি ৪১ শতাংশ পেয়েছে।
[৫] সোমবার ভোরে কুমিল্লা থেকে ঢাকাগামী একটি পিকআপ ভ্যান অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও ফেন্সিডিল বহন করে নিয়ে আসছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাব-৩ এর একটি দল ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের উপর নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার সংযোগস্থলে একটি পিকআপ তল্লাশি চালায়। এসময় আলামিন (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে সাড়ে ৩৭ কেজি গাঁজা ও ২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং পিকআপ ভ্যানটি জব্দ করা হয়।
[৬] এর আগে গত মঙ্গলবার রাজধানীর দারুস সালাম থানার মিরপুর বেড়িবাঁধ ও গাবতলী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩৫ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব-৪। আর এসব মাদক পরিবহণে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও মাহেন্দ্রসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতরা র্যাবের প্রার্থমিক জিজ্ঞাসাবাদের জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেতে গাঁজা সংগ্রহ করে পিকআপ ভ্যান ও প্রাইভেটকারে বিশেষ কায়দায় লুকিয়ে রাজধানীর মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন।
[৭] অপরদিকে রাব-১৩ এর একটি দল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা’সহ এক মাদক কবীর নামের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। কবীর লালমনিরহাট জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে বালুর ট্রাকে গাঁজা নিয়ে বগুড়ার দিকে যাচ্ছিল। এসব গাঁজা দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় পাইকারী বিক্রি করতো বলে জানায় র্যাব।
[৮] গত শুক্রবার সপ্তাহে গাজীপুরের পূবাইল এলাকায় বিপুল পরিমাণ গাঁজা’সহ জামাল (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন র্যাব-১ সদস্যরা। এসময় তার কাছ থেকে ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়াও বিভিন্ন সময় পুলিশ ও র্যাবের হাতে গাঁজাসহ গ্রেপ্তারের খবর গণমাধ্যমে প্রকাশ হলেও থেমে নেই এ ব্যবসা।