শিরোনাম
◈ সেন্ট মার্টিনকে চার জোনে ভাগ, রেস্ট্রিক্টেড জোনে প্রবেশ নিষিদ্ধ ◈ নির্বাচন নিয়ে সন্দেহ ছড়ানোদের নজরদারিতে রেখেছে সরকার: প্রেস সচিব ◈ নিলামে ১৪টি ব্যাংক থেকে ২২ কোটি ৩৫ লাখ ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক ◈ নেপালে মসজিদ ভাঙচুরকে ঘিরে তীব্র উত্তেজনা: ভারত-নেপাল সীমান্ত বন্ধ ঘোষণা ও কারফিউ জারি ◈ নির্বাচনে এআই ও সামাজিক যোগাযোগমাধ্যম বড় ঝুঁকি: সতর্ক করলেন দেবপ্রিয় ভট্টাচার্য ◈ ওসমান হাদির হত্যার পরিকল্পনাকারী কে এই বাপ্পি? ◈ বিশ্বকা‌পে আম্পা‌যা‌রিং কর‌তে ভারতে যাবেন বাংলাদেশের সৈকত? ◈ বিপিএলের উপস্থাপনা প্যানেল থেকে বাদ পড়লেন ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠক ◈ আ.লীগ ভারতের সেবাদাস সরকার ছিল: সালাহউদ্দিন আহমদ (ভিডিও) ◈ রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে হাদি হত্যা, ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট

প্রকাশিত : ১১ মে, ২০২০, ০৯:২২ সকাল
আপডেট : ১১ মে, ২০২০, ০৯:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালিহাতীতে স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী পরিচ্ছন্নতা কর্মী করোনা পজিটিভ

অলক কুমার দাস : [২] টাঙ্গাইলের কালিহাতীতে নতুন আরো একজন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী পরিচ্ছন্নতা কর্মী স্বাস্থ্য কর্মী (৩৩)। কালিহাতী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

[৩] তিনি জানান, গত ৪ মে বাংড়া ইউনিয়নের বিল পালিমা গ্রামের এক ব্যক্তি জ্বর, শ্বাসকষ্ট ও ডায়াবেটিস সংক্রান্ত বিষয় নিয়ে হাসপাতালে ভর্তি হয়। তিনদিন ভর্তি থাকার পর অবস্থার উন্নতি হলে গত ৬ মে বাড়িতে চলে যায়। ভর্তি থাকাকালীন সময়ে তার নমুনা সংগ্রহ করা হয়। পরে গত ৭ মে তার নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসে। তিনদিন ভর্তি থাকাকালীন সময়ে তার চিকিৎসা সেবায় নিয়োজিত ওই পরিচ্ছন্নতা কর্মী সহ গত ৮ মে ৫ জন ডাক্তার, ১০ জন নার্স, ৬ জন ওয়ার্ড বয়সহ মোট ১৯ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়। এর মধ্যে আজ (১০ মে) সকালে কালিহাতী স্বাস্থ্য কমপ্লেক্সের ওই পরিচ্ছন্নতা কর্মীর নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসে। এ নিয়ে এ উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩। আক্রান্ত ওই পরিচ্ছন্নতা কর্মী হাসপাতাল কোয়ার্টারে থাকায় ওই কোয়ার্টার লকডাউন করে দেওয়া হয়েছে এবং তাকে হাসপাতালের প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রাখা হয়েছে।

[৪] এছাড়াও ওই ১৯ জন ব্যতীত গতকাল (৯ মে) স্বাস্থ্য কমপ্লেক্সের সকল স্টাফদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়