শিরোনাম
◈ রাজধানীতে ককটেল তৈরির গোপন ঘাঁটি আটক, পুলিশ বলছে টার্গেট ছিল ১৭ নভেম্বর ◈ নারী কাবাডি বিশ্বকাপে অংশ নিতে ঢাকায় ভারত ও জাঞ্জিবার দল ◈ কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩ জানুয়ারি ◈ বাংলাদেশকে বিধস্ত ক‌রে বিশ্বকাপ বাছাইয়ে পাকিস্তান ◈ রাতে আন্তর্জা‌তিক প্রী‌তি ম‌্যা‌চে আর্জেন্টিনার লড়াই, প্রতিপক্ষ অ্যাঙ্গোলা ◈ সব ব্যাংককে সতর্কতা: প্রার্থীর ঋণ-তথ্য সঠিকভাবে সিআইবিতে হালনাগাদ করতে হবে ◈ যুবদের আত্মরক্ষা প্রশিক্ষণে সরকারের ২৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টোয়েন্টিতে আরও ভারতীয় ক্রিকেটার চান গ্রা‌য়েম স্মিথ  ◈ ৪৮ ঘণ্টার মধ্যে ২ দাবি না মানলে কলম বিরতির হুঁশিয়ারি বিচারকদের ◈ নারীদের বাদ দিয়ে উন্নয়নের চিন্তা করা ভুল: সেনাপ্রধান

প্রকাশিত : ১১ মে, ২০২০, ০৯:২২ সকাল
আপডেট : ১১ মে, ২০২০, ০৯:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালিহাতীতে স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী পরিচ্ছন্নতা কর্মী করোনা পজিটিভ

অলক কুমার দাস : [২] টাঙ্গাইলের কালিহাতীতে নতুন আরো একজন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী পরিচ্ছন্নতা কর্মী স্বাস্থ্য কর্মী (৩৩)। কালিহাতী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

[৩] তিনি জানান, গত ৪ মে বাংড়া ইউনিয়নের বিল পালিমা গ্রামের এক ব্যক্তি জ্বর, শ্বাসকষ্ট ও ডায়াবেটিস সংক্রান্ত বিষয় নিয়ে হাসপাতালে ভর্তি হয়। তিনদিন ভর্তি থাকার পর অবস্থার উন্নতি হলে গত ৬ মে বাড়িতে চলে যায়। ভর্তি থাকাকালীন সময়ে তার নমুনা সংগ্রহ করা হয়। পরে গত ৭ মে তার নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসে। তিনদিন ভর্তি থাকাকালীন সময়ে তার চিকিৎসা সেবায় নিয়োজিত ওই পরিচ্ছন্নতা কর্মী সহ গত ৮ মে ৫ জন ডাক্তার, ১০ জন নার্স, ৬ জন ওয়ার্ড বয়সহ মোট ১৯ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়। এর মধ্যে আজ (১০ মে) সকালে কালিহাতী স্বাস্থ্য কমপ্লেক্সের ওই পরিচ্ছন্নতা কর্মীর নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসে। এ নিয়ে এ উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩। আক্রান্ত ওই পরিচ্ছন্নতা কর্মী হাসপাতাল কোয়ার্টারে থাকায় ওই কোয়ার্টার লকডাউন করে দেওয়া হয়েছে এবং তাকে হাসপাতালের প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রাখা হয়েছে।

[৪] এছাড়াও ওই ১৯ জন ব্যতীত গতকাল (৯ মে) স্বাস্থ্য কমপ্লেক্সের সকল স্টাফদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়