লিহান লিমা: [২]সোমবার থেকে কোভিড-১৯জনিত স্বাস্থ্যগত জরুরি অবস্থা তুলে নিচ্ছে ফ্রান্স। এক্ষেত্রে ১০০ কিলোমিটার দূরুত্বে জরুরি কারণ সাপেক্ষে ভ্রমণ, করোনার সংক্রমণ ভেদে লাল ও সবুজ জোন, গণপরিবহনের পরিবর্তে বাইক , ছোটখাট খুচরা ব্যবসায়িক প্রতিষ্ঠান চালুর অনুমতি দেয়া হয়েছে। দ্য গার্ডিয়ান, ফ্রান্স২৪
[৩] এদিনে পার্লামেন্টে আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী মিরেইলি ক্ল্যাপট বলেছেন, ‘নিজের বাড়ি থেকে জরুরি কারণ সাপেক্ষে ১০০ কিলোমিটার দুরুত্বে ভ্রমণের একটি কারণ হিসেবে ‘ভালবাসা’কেও অর্ন্তভূক্ত করা উচিত। ক্ল্যাপট এটিকে ‘লাভ অ্যামেন্ডমেন্ট’ বলেও সম্মোধন করেন।
[৪] নিজের সহকর্মীদের মুচকি হাসিয়ে ক্ল্যাপট আরো বলেন, গত ১৭ মার্চ থেকে জারিকৃত লকডাউনের কারণে অনেক দম্পতিই একে অপরের থেকে দূরে আছেন। লকডাউনের কারণে যেমন জনগণের স্বাধীনতা ক্ষুণœ হচ্ছে তেমনি এটি ক্ষুদ্র কিংবা বৃহৎ পরিসরে প্রেম ও ভালবাসাকেও বাধা দিচ্ছে।
[৫]তিনি বলেন, এই আইনে যারা ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে ভ্রমণ করবেন তাদের যথার্থ পারিবারিক ও পেশাগত কারণ দেখাতে হবে। লকডাউনের কারণে বিচ্ছিন্ন থাকা দম্পতিরা এই সুবিধা পাওয়া উচিত।
[৬]যদিও স্বাস্থ্যমন্ত্রী অলিভার ভেরেন এটি মানতে রাজি হন নি । তিনি বলেন নিয়ম-নীতি শিথিল করতে অনেক বেশি কারণ অর্ন্তভূক্ত না করার উত্তম। তবে পারিবারিক বন্ধন নিয়ে ভাবার জন্য ক্ল্যাপটকে মুচকি হেসে ধন্যবাদ দিতে ভোলেন নি তিনি।
[৭] ফ্রান্সের পার্লামেন্টে প্রস্তাবিত এই আইনে জরুরি অবস্থা ২৩ জুলাই পর্যন্ত বৃদ্ধি করার সুপারিশ করা হয়। অর্থাৎ সোমাবর থেকে লকডাউন শিথিল হলেও দেশটির বেশিলভাগ অঞ্চলই ‘লাল’ তালিকায় থাকছে। ভাইরাসের সংক্রমণ ও মৃত্যু অব্যাহত থাকায় কিছু নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।