শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ১০ মে, ২০২০, ০১:৩৭ রাত
আপডেট : ১০ মে, ২০২০, ০১:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২০০ জন স্কুল-ভ্যান চালকদের মধ্যে যুবলীগের খাদ্য সহায়তা

সমীরণ রায় : [২] করোনা ভাইরাসের কারণে অসহায় হয়ে পড়া স্কুল-ভ্যান চালকদের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ যুবলীগ। যুবলীগ সাধারণ সম্পাদক মো: মাইনুল হোসেন খান নিখিল প্রধান অতিথি হিসেবে এসব খাদ্য সহায়তা তুলে দিয়ে বলেন, রাজধানীর স্কুল-কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য স্কুল-ভ্যানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু করোনা ভাইরাসটির কারণে ভ্যান চালকরা অসহায় হয়ে পড়েছে। যার কারণে আমাদের চলমান সহায়তা কর্মসূচির আওতায় শনিবার ২ শতাধিক অসহায় ভ্যান-চালকদের সহায়তা দেয়া হয়েছে। নেত্রীর (শেখ হাসিনা) নির্দেশনা মোতাবেক পরিস্থতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যুবলীগের ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে।

[৩] যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় করোনার প্রতিরোধে শুরু থেকেই মাঠে রয়েছে সংগঠনটির নেতাকর্মীরা। সারাদেশে করোনা প্রতিরোধ সামগ্রী ও খাদ্য সামগ্রী বিতরণ করছে নেতাকর্মীরা।

[৪] শনিবার দুপুরে রমজান উপলক্ষ্যে রাজধানীর দক্ষিণ মনিপুরে দুই শতাধিক স্কুল-ভ্যান চালকদের হাতে খাদ্য সহায়তা তুলে দিয়েছে যুবলীগ কেন্দ্রীয় কমিটি।

[৫] এসময় বীর মুক্তিযোদ্ধা হাছান আলী সড়ক বাড়ি মালিক সমিতি’র সভাপতি মো: মাজহারুল ইসলাম সংগ্রাম, পশ্চিম মনিপুর বাড়ি মালিক সমিতি’র সভাপতি আলহাজ্ব মো: মাইন উদ্দিন, শাপলা সরনি (পশ্চিম শেওড়াপাড়া ) বাড়ি মালিক সমিতি’র সহ -সভাপতি, কেন্দ্রীয় যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার মুক্তার হোসেন চৌধুরী কামাল, যুবলীগ নেতা জি এস মিলন মুন্না সহ স্থানীয় যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়