আজফার আজিজ : [২] কোভিড-১৯ মহামারি চলাকালে বিশ্বজুড়ে যুদ্ধবিরতি ঘোষণার জন্যে সিদ্ধান্ত গ্রহণের ওপর জাতিসঙ্ঘের সিকিউরিটি কাউন্সিলে ভোট গ্রহণের একটি উদ্যোগ আটকে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এনডিটিভি ।
[৩] দ্য গার্ডিয়ান পত্রিকা একটি প্রতিবেদনে বলছে যুক্তরাষ্ট্রের আপত্তির কারণ ওই প্রস্তাবে পরোক্ষভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কথা উল্লেখ করা হয়েছে। জাতিসঙ্ঘের সিকিউরিটি কাউন্সিল এই সিদ্ধান্ত নেয়ার জন্য গত ছয় সপ্তাহেরও বেশি সময় ধরে তদবির চালিয়ে আসছে। জাতিসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আগেই বিশ্বব্যাপী যুদ্ধিবিরতি ঘোষণা করার আহ্বান জানিয়েছেন। সিকিউরিটি কাউন্সিল যদি সিদ্ধান্তটি গ্রহণ করতে পারতো তবে তা হতো গুতেরেসের আহ্বানের প্রতি একটি জোরালো সমর্থন।
[৩] উল্লেখ্য, এই মহামারির জন্য প্রেসিডেন্ট ট্রাম্প এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে দায়ী করেন।