[৩] সামাজিক দূরত্ব মানার বালাই নেই বললেই চলে। এতে করে বাড়ছে করোনা সংক্রণের ঝুঁকি। এসব দেখভালে আইন-শৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনী মাঠে রয়েছে। যদিও সম্প্রতি তাদের উপস্থিতি কম।
[৪] প্রতি মুহূর্তে ঢাকায় ফিরছে ও ঢুকছে মানুষ। রাজধানীর প্রতিটি প্রবেশমুখে আইন-শৃঙ্খলা বাহিনী তাদের জিজ্ঞাসাবাদ করে যুক্তিযুক্ত মনে করলে তবেই প্রবেশ করতে দিচ্ছে।
[৫] চ্যানেল২৪ বলছে, লকডাউন উপেক্ষা করেই কর্মস্থলমুখী মানুষের এই স্রোত ঢাকা ময়মনসিংহ মহাসড়কে। অতিরিক্ত ভাড়া, জীবনের ঝুঁকি সব মাথায় নিয়েই ছুটছে মানুষ। তবে এসব যাত্রী যারা পরিবহণ করছেন, তাদের গুনতে হচ্ছে চাঁদা। যার পেছনে আছে একটি চক্র। এম্বুলেন্স, ট্রাক ও ব্যক্তিগত গাড়ি, ভ্যান ও টেম্পুতে করে তারা ফিরছেন।