শিরোনাম
◈ মুগদায় ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় কিশোর নিহত ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা ◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

প্রকাশিত : ০৮ মে, ২০২০, ০৫:৩৪ সকাল
আপডেট : ০৮ মে, ২০২০, ০৫:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিনিয়র সাংবাদিক আসলাম করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন

বিপ্লব বিশ্বাস ও ইসমাইল ইমু : [২] দৈনিক ভোরের কাগজের সিনিয়র সাংবাদিক অপরাধ বিষয়ক প্রতিবেদক আসলাম রহমান করোনা ভাইরাস উপসর্গ  নিয়ে মারা গেছেন।

[৩] বৃহস্পতিবার রাত পৌণে ১১ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । এর আগে  রাত ১০টায় তার প্রচণ্ড শ্বাসকষ্ট হলে তাকে কাকরাইলে ইসলামিয়া হাসপাতালে নেয়া হয়।

[৪] তারও আগে গত বুধবার মুগদা হাসপাতালে তার করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। এরপর তিনি বাসায় ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।

[৫] সাংবাদিক আসলাম রহমান ২০০০ সালে মানবজমিন পত্রিকায় সাংবাদিকতা শুরু করেন। ২০০৬ সালে তিনি সান্ধ্যকালীন দৈনিক দিনের শেষে পত্রিকায় যোগ দেন। সেখান থেকে বছর তিনেক পর ভোরের কাগজে অপরাধ বিভাগে স্টাফ রিপোর্টার হিসাবে যোগ দেন।

[৬] তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সদস্য। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সাবেক ক্রীড়া সম্পাদক ছিলেন। তিনি বাংলাদেশ ডিফেন্স জার্নালিস্ট এসোসিয়েশনের (ডিজাব) প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছিলেন।

[৭] আসলাম রহমানের মৃত্যুতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিকুল ইসলাম আজাদ, সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী এবং ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি আবুল খায়ের ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু, ডিজাবের সভাপতি আবুল খায়ের ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন।

[৮] গত ২৮ এপ্রিল সময়ের আলো পত্রিকার প্রধান প্রতিবেদক হুমায়ুন কবীর খোকন করোনায় আক্রান্ত হয়ে মারা যান। এছাড়া গত বুধবার বনশ্রী বাসায় করোনা উপসর্গ নিয়ে মারা যান সময়ের আলো পত্রিকার শিফট ইন চার্জ মাহমুদুল হাকিম অপু। বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৫৩ জন সাংবাদিক করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়