শিরোনাম
◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫ ◈ ঐকমত্য কমিশনের আলোচনায় রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে: প্রেস সচিব

প্রকাশিত : ০৭ মে, ২০২০, ০৫:১৭ সকাল
আপডেট : ০৭ মে, ২০২০, ০৫:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উহানের ল্যাব থেকেই করোনাভাইরাসের উৎপত্তি, পম্পেওর কাছে পর্যাপ্ত তথ্য চাইলো চীন

ইমরুল শাহেদ : [২] উহানের ল্যাব থেকেই করোনাভাইরাস ছড়িয়েছে বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও যে দাবি করছেন, তা প্রমাণের পক্ষে কোনো তথ্য-প্রমাণ নেই তার হাতে। যদি থেকে থাকলে সেটা তিনি উপস্থাপন করতে পারেন। টাইমস অব ইন্ডিয়া, ইকোনোমিক টাইমস

[৩] গত ৩ মে পম্পেও বলেছেন, উহান ইনস্টিটিউট অব ভাইরোলজি থেকে যে করোনাভাইরাসের উৎপত্তি তার যথেষ্ট তথ্য-প্রমাণ তাদের হাতে আছে। আসলে কি ঘটেছে সেটা দেখার জন্য বেইজিং আন্তর্জাতিক বিজ্ঞানীদের চীনে প্রবেশের অনুমতি দেয়নি।

[৪] চীনা পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র হুয়া চুনায়িং গণমাধ্যমকে বলেছেন, ‘পম্পেও বলেছেন তার কাছে পর্যাপ্ত প্রমাণ আছে। সেটা আমাদের দেখাক।’

[৫] হুয়া বলেছেন, ‘পম্পেও কিছুই উপস্থাপন করতে পারবেন না। কারণ তার হাতে কোনো প্রমাণ নেই। এই বিষয়টি নিয়ে কথা বলতে পারেন কেবল বিজ্ঞানী ও পেশাদাররা। কোনো রাজনীতিবিদ নয়। দেশের রাজনৈতিক প্রয়োজন মেটাতে কথা বলে লাভ নেই।’

[৬] তিনি বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) বলেছে যে যুক্তরাষ্ট্র তাদের দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি।

[৭] তিনি বলেন, ‘করোনাভাইরাসের উৎপত্তির ব্যাপারে জনগণের মত ভিন্ন। এর গোড়ায় পৌঁছানো একটা কঠিন বিষয়। এই নিয়ে বিজ্ঞানী ও পেশাদারদের গবেষণা করতে হবে।’

[৮] হুয়া বলেন, ‘যুক্তরাষ্ট্রই কোরিয়া যুদ্ধ ও ভিয়েতনামের এজেন্ট অরেঞ্জ যুদ্ধের সময় ব্যাকটেরিয়াকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। সেই ধারাবাহিকতায় তারা সাম্প্রতিক বছরগুলোতেও জৈব অস্ত্র ব্যবহার করেছেন।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়