শিরোনাম
◈ সেতু থেকে ১৬ মাসের সন্তানকে ফেলে দিয়ে থানায় মায়ের আত্মসমর্পণ ◈ কঠোর হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের, নিচ্ছে যুদ্ধের জন্য প্রস্তুতি ◈ কুমিল্লা-৬ সংসদীয় আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার,দিলেন নির্বাচন পরিচালনার দায়িত্ব ◈ বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনের হাজারো পোস্টাল ব্যালট পেপার যুক্তরাষ্ট্রের গুদামে ◈ চূড়ান্ত হলো নবম পে স্কেলের গ্রেড সংখ্যা ◈ যুক্তরাষ্ট্রের অভিবাসন ভিসা স্থগিতে যেসব সমস্যার মুখোমুখি হতে পারেন প্রবাসী বাংলাদেশিরা ◈ জামায়াতসহ ১১ দলের ২৫৩ আসনে সমঝোতা, কোন দলের কত প্রার্থী ◈ বি‌সি‌বির প‌রিচালক নাজমুল প্রকাশ্যে ক্ষমা চাইলে শুক্রবার খেলতে প্রস্তুত ক্রিকেটাররা ◈ দেড় ঘণ্টা বৈঠক শেষে বৈঠক শেষে যমুনা ছাড়লেন তারেক রহমান ◈ গণভোট নিয়ে পরিকল্পিত মিথ্যাচার ছড়ানো হচ্ছে : অধ্যাপক আলী রীয়াজ

প্রকাশিত : ০৬ মে, ২০২০, ১০:২১ দুপুর
আপডেট : ০৬ মে, ২০২০, ১০:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১১ দিনে সংক্রমিত ৬ হাজার ৭২১, মোট সংক্রমিতের অর্ধেকের বেশি

লাইজুল ইসলাম: [২] বাংলাদেশে প্রথম করোনা রোগি শনাক্ত হয় ৮ মার্চ। এরপর ধীরে ধীরে বাড়তে থাকে করোনা আক্রান্তের সংখ্যা। এক মাস করোনা আক্রান্তের সংখ্যা ছিলো দুই সংখ্যার মধ্যেই। সেই সময় শুধু আইইডিসিআর পরীক্ষা কার্যক্রম চালাতো। কিন্তু এরপর করোনার টেস্ট অন্যদিকেও দেওয়া শুরু হয়। করোনার রোগীও বাড়তে থাকে।

[৩] স্বাস্থ্য অধিদপ্তরের প্রেসরিলিজ দেখে জানা যায়, গত ৮ এপ্রিল সারাদেশে করোনা টেস্ট করা হয় ৯৮১ জনকে। সংক্রমিত হয় মাত্র ৫৪ জন। কিন্তু এরপর দিন থেকে ৯ এপ্রিল থেকে দৃশ্যপট পরিবর্তন হতে থাকে। সেদিন সংক্রমিত হয় ১১২ জন।

[৪] এরপর থেকে তিন সংখ্যার নিচে আর নামেনি সংক্রমিতের সংখ্যা। এটা ধিরে ধিরে বৃদ্ধি পেয়েছে। যখন সারাদেশ ব্যাপী বৃদ্ধি করা হলো টেস্টের সংখ্যা। তখন থেকে রোগী শনাক্ত হতে থাকে ৪-৫’শ এর ওপরে। মূলত ২৪ এপিল থেকে শুরু হয়। সেদিন সংক্রমিত হয় ৫০৩ জন।

[৫] এরপর বাড়তে থাকে সংক্রমিতের সংখ্যা। ২৬ এপ্রিল থেকে যথাক্রমে বাড়তে থাকে সংখ্যা, ৪১৮, ৪৯৭, ৫৪৯, ৬৪১, ৫৬৪, ৫৭১, ৫৫২, ৬৬৫, ৬৮৮, ৭৮৬, ৭৯০। এই এগারো দিনে সংক্রমিতের হার সবচেয়ে বেশি। অর্ধেকের বেশি সংক্রমিত হয়েছে এই এগারো দিনে।

[৬] যার মধ্যে শেষ ৬ দিনে সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছে। আজসহ মোট সংক্রমিত ৪ হাজার ৫২ জন। যা মোট আক্রান্তের তিন ভাগের এক ভাগ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়