শিরোনাম
◈ প্রবাসীকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন কীভাবে হয়, প্রশ্ন ইসি সানাউল্লাহর ◈ দেশে আবারও বাড়ল সোনার দাম, ভরি কত? ◈ হঠাৎ যেভাবে ধানমন্ডির ভোটার হলেন আসিফ মাহমুদ ◈ নভেম্বরের ৯ দিনে রেমিট্যান্স প্রবাহে ৪৮.৭ শতাংশ বৃদ্ধি ◈ জুলাই সনদ ও গণভোটের সমাধান কোন পথে? ◈ ড.ইউনুসের গ্রামীণ নামে যা যা বানাইছেন সবকিছুর বিপদ আছে: কাদের সিদ্দিকী ◈ একাদশ গ্রেডে বেতনের আশ্বাস, আন্দোলন স্থগিত প্রাথমিক শিক্ষকদের ◈ ফুটবল ফেডা‌রেশন বিসিবির কাছে প‌রিচালক আসিফের বক্তব্যের ব্যাখ্যা চেয়েছে  ◈ বাংলাদেশ-ভারত ম্যাচের গ্যালারির টিকিট ৬ মি‌নি‌টেই শেষ ◈ দিল্লি বিস্ফোরণের কয়েক ঘণ্টা আগে হরিয়ানায় ৩ টন বিস্ফোরক উদ্ধার

প্রকাশিত : ০৬ মে, ২০২০, ১০:২১ দুপুর
আপডেট : ০৬ মে, ২০২০, ১০:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১১ দিনে সংক্রমিত ৬ হাজার ৭২১, মোট সংক্রমিতের অর্ধেকের বেশি

লাইজুল ইসলাম: [২] বাংলাদেশে প্রথম করোনা রোগি শনাক্ত হয় ৮ মার্চ। এরপর ধীরে ধীরে বাড়তে থাকে করোনা আক্রান্তের সংখ্যা। এক মাস করোনা আক্রান্তের সংখ্যা ছিলো দুই সংখ্যার মধ্যেই। সেই সময় শুধু আইইডিসিআর পরীক্ষা কার্যক্রম চালাতো। কিন্তু এরপর করোনার টেস্ট অন্যদিকেও দেওয়া শুরু হয়। করোনার রোগীও বাড়তে থাকে।

[৩] স্বাস্থ্য অধিদপ্তরের প্রেসরিলিজ দেখে জানা যায়, গত ৮ এপ্রিল সারাদেশে করোনা টেস্ট করা হয় ৯৮১ জনকে। সংক্রমিত হয় মাত্র ৫৪ জন। কিন্তু এরপর দিন থেকে ৯ এপ্রিল থেকে দৃশ্যপট পরিবর্তন হতে থাকে। সেদিন সংক্রমিত হয় ১১২ জন।

[৪] এরপর থেকে তিন সংখ্যার নিচে আর নামেনি সংক্রমিতের সংখ্যা। এটা ধিরে ধিরে বৃদ্ধি পেয়েছে। যখন সারাদেশ ব্যাপী বৃদ্ধি করা হলো টেস্টের সংখ্যা। তখন থেকে রোগী শনাক্ত হতে থাকে ৪-৫’শ এর ওপরে। মূলত ২৪ এপিল থেকে শুরু হয়। সেদিন সংক্রমিত হয় ৫০৩ জন।

[৫] এরপর বাড়তে থাকে সংক্রমিতের সংখ্যা। ২৬ এপ্রিল থেকে যথাক্রমে বাড়তে থাকে সংখ্যা, ৪১৮, ৪৯৭, ৫৪৯, ৬৪১, ৫৬৪, ৫৭১, ৫৫২, ৬৬৫, ৬৮৮, ৭৮৬, ৭৯০। এই এগারো দিনে সংক্রমিতের হার সবচেয়ে বেশি। অর্ধেকের বেশি সংক্রমিত হয়েছে এই এগারো দিনে।

[৬] যার মধ্যে শেষ ৬ দিনে সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছে। আজসহ মোট সংক্রমিত ৪ হাজার ৫২ জন। যা মোট আক্রান্তের তিন ভাগের এক ভাগ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়