শিরোনাম
◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল

প্রকাশিত : ০৬ মে, ২০২০, ১০:২১ দুপুর
আপডেট : ০৬ মে, ২০২০, ১০:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১১ দিনে সংক্রমিত ৬ হাজার ৭২১, মোট সংক্রমিতের অর্ধেকের বেশি

লাইজুল ইসলাম: [২] বাংলাদেশে প্রথম করোনা রোগি শনাক্ত হয় ৮ মার্চ। এরপর ধীরে ধীরে বাড়তে থাকে করোনা আক্রান্তের সংখ্যা। এক মাস করোনা আক্রান্তের সংখ্যা ছিলো দুই সংখ্যার মধ্যেই। সেই সময় শুধু আইইডিসিআর পরীক্ষা কার্যক্রম চালাতো। কিন্তু এরপর করোনার টেস্ট অন্যদিকেও দেওয়া শুরু হয়। করোনার রোগীও বাড়তে থাকে।

[৩] স্বাস্থ্য অধিদপ্তরের প্রেসরিলিজ দেখে জানা যায়, গত ৮ এপ্রিল সারাদেশে করোনা টেস্ট করা হয় ৯৮১ জনকে। সংক্রমিত হয় মাত্র ৫৪ জন। কিন্তু এরপর দিন থেকে ৯ এপ্রিল থেকে দৃশ্যপট পরিবর্তন হতে থাকে। সেদিন সংক্রমিত হয় ১১২ জন।

[৪] এরপর থেকে তিন সংখ্যার নিচে আর নামেনি সংক্রমিতের সংখ্যা। এটা ধিরে ধিরে বৃদ্ধি পেয়েছে। যখন সারাদেশ ব্যাপী বৃদ্ধি করা হলো টেস্টের সংখ্যা। তখন থেকে রোগী শনাক্ত হতে থাকে ৪-৫’শ এর ওপরে। মূলত ২৪ এপিল থেকে শুরু হয়। সেদিন সংক্রমিত হয় ৫০৩ জন।

[৫] এরপর বাড়তে থাকে সংক্রমিতের সংখ্যা। ২৬ এপ্রিল থেকে যথাক্রমে বাড়তে থাকে সংখ্যা, ৪১৮, ৪৯৭, ৫৪৯, ৬৪১, ৫৬৪, ৫৭১, ৫৫২, ৬৬৫, ৬৮৮, ৭৮৬, ৭৯০। এই এগারো দিনে সংক্রমিতের হার সবচেয়ে বেশি। অর্ধেকের বেশি সংক্রমিত হয়েছে এই এগারো দিনে।

[৬] যার মধ্যে শেষ ৬ দিনে সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছে। আজসহ মোট সংক্রমিত ৪ হাজার ৫২ জন। যা মোট আক্রান্তের তিন ভাগের এক ভাগ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়