শিরোনাম
◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না ◈ এবার যে কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক

প্রকাশিত : ০৬ মে, ২০২০, ০১:১৯ রাত
আপডেট : ০৬ মে, ২০২০, ০১:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোটালীপাড়ায় ধান কেটে দিলেন ইউপি চেয়ারম্যান

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি : মহামারী করোনাভাইরাস দুর্যোগে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইকেল ওঝার নেতৃত্বে ধান কেটে দিলেন তার কর্মীরা।

[৩] মঙ্গলবার (৫ মে) দৈনিক ভোরের ডাক ও দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার  কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি সুশান্ত বর্ণিক এর ক্ষেতের পাকা ধান কেটে দিয়েছেন চেয়ারম্যান মাইকেল ওঝা ও ইউনিয়নের শিক্ষক,ডাক্তার, সাধারণ শ্রমিক, প্রভাষক বৃন্দ।

[৪] এই ধান কাটায় প্রায় দুই শতাধিক স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন।

[৫] বিশ্ববিদ্যালয়ের ছাত্র , পার্থ বাড়ৈ বলেন, চেয়ারম্যান মাইকেল ওঝার নির্দেশে আমরা কলাবাড়ী ইউনিয়নের প্রত্যেক গ্রামের অসহায় কৃষকের ধান কেটে দিয়ে আসছি। ২৩শে এপ্রিল থেকে আমরা এ কার্যক্রম চালিয়ে আসছি।

[৬] সাংবাদিক সুশান্ত বর্ণিক বলেন, মহামারী করোনা ভাইরাসের কারণে উপজেলা কলাবাড়ি ইউনিয়নে ধান কাটার শ্রমিক সংকট দেখা দেয়ায়, আমার ধান কাটার কোন শ্রমিক না পাওয়ায় আমি চেয়ারম্যান কে বিষয়টি অবহিত করি। পরে চেয়ারম্যানের নিজ উদ্যোগে আমার ক্ষেতের পাকা ধান কেটে দেন। আমি চেয়ারম্যান কে এবং স্বেচ্ছাসেবক বৃন্দ কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেই।

[৭] চেয়ারম্যান মাইকেল ওঝা বলেন, মহামারী করোনাভাইরাসের কারণে ইউনিয়নের ধান কাটা শ্রমিক সংকটে অসহায় কৃষকদের ধান কেটে দেওয়া হচ্ছে, প্রতিদিন প্রায় দুইশতাধিক সেচ্ছাসেবক নিয়ে কৃষকের পাকা ধান কাটা হয়। তারই ধারাবাহিকতায় আজ ও সাংবাদিকের ধান কাটতে এসেছি। আমাদের এই ধানকাটা চলমান থাকবে ‌। সম্পাদনা: ইস্রাফিল হাওলাদার

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়