লিহান লিমা: [২]অবরুদ্ধ কাশ্মীরের ছবি তুলে ২০২০ সালের পুলিৎজার পুরস্কার পেয়েছেন জম্মু-কাশ্মীরের তিন চিত্র সাংবাদিক দার ইয়াসিন, মুখতার খান ও চান্নি আনন্দ। তারা অ্যাসোসিয়েড প্রেসে কর্মরত। বিবিসি, এএফপি, আল জাজিরা
[৩]ভারতের নরেন্দ্র মোদী সরকার ৩৭০ ধারা বিলোপ করার পর থেকেই টানা ৭ মাস ধরে কাশ্মীরে চলছে কারফিউ। সীমিত রয়েছে ফোন ও ইন্টারনেট সেবা। গ্রেপ্তার করা হয়েছে রাজনৈতিক নেতাদের। এই পরিস্থিতে বিশ্বের কাছে কাশ্মীরের খবর পৌঁছেছেন তারা। পুলিৎজার কর্তৃপক্ষ বলেছে, নিরাপত্তা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে, পথচারীদের আড়ালে লুকিয়ে, সবজির ব্যাগে ক্যামেরা নিয়ে কাশ্মীরে সামরিক অভিযান ও প্রাত্যহিক দৈনন্দিন জীবনের ছবি তুলেছেন তারা। দিন শেষে স্থানীয় বিমানবন্দরে গিয়ে যাত্রীদের হাতে ফাইল দিয়ে পৌঁছে দিয়েছেন দিল্লীর এপি কার্যালয়ে।
[৪]এ দিকে সাংবাদিকতা বিভাগে তিনটি পুলিৎজার নিয়ে শীর্ষে আছে নিউইয়র্ক টাইমস। সব মিলিয়ে ২১টি বিভাগে এই পুরস্কার দেওয়া হয়েছে।
[৫] এবারের পুলিৎজারে দ্বিতীয়বারের মতো ফিকশনে পুলিৎজার পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের আফ্রো-আফ্রিকান লেখক কলসন হোয়াইটহেড (৫০)। ‘দ্য নিকেল বয়েস’ উপন্যাসের জন্য তিনি এই সম্মাননা জিতেছেন। ফ্লোরিডার কিশোর সংশোধন বিদ্যালয়ে কৃষ্ণাঙ্গ বালকদের ওপর নির্যাতনের ঘটনা এই উপন্যাসের মূল উপজীব্য। এর আগে, ২০১৭ সালে ‘আন্ডারগ্রাউন্ড রেলরোড’ উপন্যাসের জন্য একই পুরস্কার লাভ করেন তিনি। পুলিৎজারের দীর্ঘ ইতিহাসে মাত্র চারজন লেখক দ্বিতীয়বার এই স্বীকৃতি পেয়েছেন। হোয়াইটহেডের আগে বুথ তারকিংটন, উইলিয়াম ফকনার ও জন আপডাইক দুইবার করে পুলিৎজার পান।
[৬]সাধারণত প্রতিবছর নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে পুলিৎজার ঘোষণা করা হয়। এবার করোনা মহামারীর কারণে বাতিল হয় তা। কয়েক সপ্তাহের বিলম্বের পর পুলিৎজার বোর্ড প্রশাসক ডানা কেনেডি’র লিভিং রুম থেকে অডিও বার্তায় ঘোষণা করা হয় এই পুরস্কার।