শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০৫ মে, ২০২০, ০৬:০৪ সকাল
আপডেট : ০৫ মে, ২০২০, ০৬:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ছুটি শেষেই ১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা ফল, আসছে নিয়োগের গণবিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিবেদক : [২] করোনাভাইরাসের প্রাদুর্ভাব কমাতে গত ২৬ মার্চ থেকে জারিকৃত লকডাউনের ফলে আটকে যায় ১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা ফল ও বেসরকারি শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ।

[৩] বর্তমান পরিস্থিতিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)’র সব কার্যক্রম বন্ধ থাকায় হতাশায় দিন কাটছে ফল ও নিয়োগপ্রত্যাশীদের। তারা বলছেন করোনা পরিস্থিতির কারণে উভয় সংকট দেখা দিয়েছে। না পাচ্ছেন রেজাল্ট, না পাচ্ছেন গণবিজ্ঞপ্তি। তবে এনটিআরসিএ বলছে খুব শিগগিরই সব ঠিক হয়ে যাবে। সাধারণ ছুটি শেষ হলে এটি নিয়ে বেশি সময় নেবে না এনটিআরসিএ।

[৪] জানা যায়, ফল প্রকাশের প্রস্তুতির কাজ অনেকটাই গুছিয়ে এনেছে এনটিআরসিএ। একইসঙ্গে ১৫তম পর্যন্ত নিবন্ধনকৃতদের নিয়োগের প্রক্রিয়াও শুরু হয়েছিল। ইতোমধ্যে সারাদেশের ৫৭ হাজারের বেশি শিক্ষকের চাহিদাও পায় এনটিআরসিএ কর্তৃপক্ষ।

[৫] এবিষয়ে জানতে চাইলে এনটিআরসিএ’র চেয়ারম্যান আব্দুল আওয়াল হাওলাদার জানান, আমরা ১৬তম ফল দেওয়ার অধিকাংশ প্রস্তুতিই শেষ করে ফেলছিলাম। কিন্তু করোন পরিস্থিতিতে অফিস বন্ধ থাকায় কার্যক্রম চলছে না। তবে সাধারণ ছুটি শেষ হলে খুব শিগগিরই ফল প্রকাশ করা হবে।

[৬] এছাড়া গণবিজ্ঞপ্তির বিষয়ে তিনি বলেন, আমরা সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে চাহিদা চেয়েছিলাম। ইতোমধ্যে ৫৭ হাজারের বেশি শিক্ষকের চাহিদা আমাদের কাছে এসেছে। আমরা অনেকটা গুছিয়ে নিয়েছিলাম। ছুটি শেষে এটি নিয়েও বেশি সময় ব্যয় করবো না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়