শরীফ শাওন: [২] বিজিএমইএ জানায়, দ্রুত কার্যকরী পদক্ষেপ নিতে কারখানা কর্তৃপক্ষকে নির্দেশ দেয় হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রতিবেদনটি পাঠানো হবে।
[৩] আরো জানায়, গত চার দিনে ১৪৭ কারখানায় ঝটিকা পরিদর্শন পরিচালিত হয়। সংগঠনের দাবি, ১৪৪ কারখানার কার্যক্রম সন্তোষজনক। ১ মার্চ পর্যন্ত পরিদর্শনের হিসেব দেয় সংগঠনটি।
[৪] স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করে কারখানা পরিচালনা করা হচ্ছে কিনা, প্রতিদিন তদারকি করছে সংগঠনটি। অনেকগুলো পর্যবেক্ষক দল দ্বারা এ পর্যবেক্ষণ চালানো হচ্ছে। বিজিএমইএর ৬ জন পরিচালকের নেতৃত্বে দলগুলো পরিচালিত হচ্ছে। তারা কারখানাগুলোতে ঝটিকা অভিযান পরিচালনা করছেন বলে দাবি করেন।
[৫] সংগঠনটি জানায়, অভিযান শেষে প্রতিদিনের প্রতিবেদন বিজিএমইএ তে জমা দিতে হয়। দিন শেষে প্রতিবেদনের পর্যবেক্ষণ ও মূল্যায়ন করে সংগঠনটি।