শিরোনাম

প্রকাশিত : ০১ মে, ২০২০, ০৯:৫৫ সকাল
আপডেট : ০১ মে, ২০২০, ০৯:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খাদ্য সংকটের কোন আশংকা নেই , যদি না দেশে কোন প্রাকৃতিক দুর্যোগ হয়

আব্দুল্লাহ মামুন : [২] জাতিসংঘ এবং বিশ্ব খাদ্য কর্মসূচী ডবিøউএফপি বলেছে, বিশ্বে করোনাভাইরাসের প্রভাবে বড় আকারের দুর্ভিক্ষ হতে পারে, এবং এতে প্রায় তিন কোটি মানুষ অনাহারে প্রাণ হারাতে পারে। বাংলাদেশে এ বছর খাদ্যশস্যসহ অন্য ফসল উৎপাদনের জন্য সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। বাংলাদেশে এখন চলছে বোরো ধানের মৌসুম। কৃষি মন্ত্রণালয় নির্দেশে ইতিমধ্যে সারাদেশে ধান কাটা শুরু হয়েছে ।

[৩] কৃষি সম্প্রসারণের অধিদপ্তর এর মহাপরিচালক ড.মো: আবদুল মুঈদ বলেন , আগামী ৭ থেকে ৮ মাস আমাদের খাদ্য সংকট হবে না । কিছুদিন আগে আমোন ধান উঠানো হয়েছে ১ কোটি ৫৫ লাখ মেট্রিকটন। তিনি বলেন , বর্তমানে বারো ধান ২ কোটি ৪ লাখ মেট্রিকটন এর বেশি ফসল উঠবে বলে আশা করছি। মাননীয় প্রধানমন্ত্রী ২শ’ কোটি টাকা কৃষি যন্ত্রপাতি ও মেশিনারী খাতে ভূর্তকি দেন এতে কৃষকদের সহযোগীতা হয় এবং আমাদের লক্ষ্য মাত্রা পূরণ করতে সক্ষম হয়েছি।

[৪] বীজ প্রত্যয়ন অফিসার গাজীউল হক বলেন, সারাদেশে খাদ্য সংকটের কোন আশংকা নেই। ফসলের অবস্থা এ বছর খুবই ভালো, প্রকৃতিও খুবই সহায়ক ছিল, যে কারণে আশা করছি, যদি না কোন প্রাকৃতিক দুর্যোগ হয়, এবার বাম্পার ফলন হয়েছে ও পর্যাপ্ত খাদ্য মজুত থাকবে। এছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সারাদেশে কৃষি জমি খালি নেই ,কৃষকদের ফসল ফলনে জন্য বিভিন্নভাবে উৎসাহ করা হচ্ছে।

[৫] এর আগে হাওর অঞ্চলে কৃষি শ্রমিকের অভাবে ধান কাটা নিয়ে এক ধরণের জটিলতা দেখা দিলেও পরে, সরকার অন্য জেলা থেকে শ্রমিক আসার ব্যবস্থা করলে, সে সংকটের সুরাহা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়