বিশ্বজিৎ দত্ত : [২] ইরানে ইসলামী মেডিসিনের জনক বলে খ্যাত আলেম তাবরিজিয়ানের করোনার ওষুধকে উপহাস করায় ৩ ডাক্তারকে চাবুক মেরেছে ইরানের শরিয়া আদালত। সূত্র আল আরাবিয়া।
[৩] ইরানের নিউজ এজেন্সি আইএলএম এর প্রধান সম্পাদক মাসুদ হায়দার ও নিউজ এডিটর হেডারিককে গ্রেপ্তার করা হয়েছে। তারা ইরানের ইসলামী মেডিসিন উট মুত্র পানকে উপহাস করে কার্টুন প্রকাশ করেছিনে।
[৪]কেরানায় ইসলামী মেডিসিন হিসাবে ইরানে উট মূত্র পান ও নাকের মধ্যে আতর দেয়া হয়। এই গন্ধকে তরা বলছেন নবীজির কাছ থেকে এসেছে।