মাসুদ আলম: [২] বুধবার বিকেল সাড়ে ৪ টায় এ ঘটনায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। শ্রীপুরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
[৩] র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার বলেন, আটকদের কাছ থেকে লুট করা নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও তাদের পরিধেয় রক্তমাখা পোশাক উদ্ধার করা হয়েছে।
[৪] গত ২৩ এপ্রিল বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকার একটি বাড়ি থেকে এক প্রবাসীর স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।এ ঘটনায় রোববার রাতে শ্রীপুরের আদাবর এলাকা থেকে পারভেজ নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই)।