শিরোনাম
◈ আবারও জেন-জি বিক্ষোভ, এবার দেশ ছেড়ে পালালো আরেক প্রেসিডেন্ট (ভিডিও) ◈ আমানত সুরক্ষা দ্বিগুণ, ফেরত সময় কমলো— ব্যাংক খাতে নতুন যুগের সূচনা? ◈ টাইফয়েড টিকার কার্যকারিতা, পার্শ্বপ্রতিক্রিয়া কতটুকু ◈ সাত কলেজের বিশ্ববিদ্যালয় গঠন: অধ্যাদেশের কাজ ৮০ শতাংশ শেষ, আন্দোলন স্থগিত শিক্ষার্থীদের ◈ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ জানাল ইসি ◈ দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়তে ৬ প্রস্তাবনা প্রধান উপদেষ্টার ◈ কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়ে প্রজ্ঞাপন ◈ ২৪ ঘণ্টার মধ্যে আসামিকে আদালতে আনতেই হবে: ‘অস্থায়ী কারাগার’ প্রসঙ্গে চিফ প্রসিকিউটর ◈ ক্ষুদ্র বাংলাদেশ আজ খাদ্য নিরাপত্তার উদাহরণ: রোমে বিশ্ব খাদ্য ফোরামে ইউনূস ◈ ট্রাম্পের বক্তব্যের সময় ফিলিস্তিনের স্বীকৃতি চাইলেন ইসরাইলি এমপি, পার্লামেন্টে হট্টগোল (ভিডিও)

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২০, ০৯:৫৬ সকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০২০, ০৯:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মূল্যবৃদ্ধি: জাফলংয়ে মোবাইল কোর্টের অভিযান জরিমানা আদায়

গোয়াইনঘাট (সিলেট)প্রতিনিধি : [২] পবিত্র মাহে রমজান ও করোনা ভাইরাসের অজুহাত দেখিয়ে সিলেটের গোয়াইনঘাট উপজেলার কিছু কিছু স্থানে অসাধু ও মুনাফাখোর ব্যবসায়ী বিভিন্ন ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে।

[৩] এসব মুনাফাখোরদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান শুরু করেছে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন।

[৪] এরই ধারাবাহিকতায় বুধবার দুপুরে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.নাজমুস সাকিবের নেতৃত্বে উপজেলার রাধানগর বাজার, জাফলং বাজার, মোহাম্মদপুর ও মামার বাজারের বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করা হয়।

[৫] অভিযাকালে পবিত্র মাহে রমজান ও করোনা ভাইরাসের অজুহাত দেখিয়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম অতিরিক্ত রাখায় বিভিন্ন দোকানিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

[৬] এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর রমজান আলী, থানার এসআই মহাসিন মিয়াসহ পুলিশ সদস্যরা।

[৭] গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.নাজমুস সাকিব সাংবাদিকদের বলেন, পবিত্র মাহে রমজান ও করোনা ভাইরাস এর অজুহাত দেখিয়ে এক ধরনের অসাধু ব্যবসায়ীরা সাধারণ ক্রেতাদের কাছ থেকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অধিক মূল্য রাখছে। এমন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হচ্ছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রেতাদের ক্রয় ক্ষমতার ভিতরে রাখতে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়