শিরোনাম
◈ দেশীয় স্পিনিং শিল্প রক্ষায় সুতা আমদানির শুল্কমুক্ত সুবিধা প্রত্যাহারের উদ্যোগ ◈ ইতালির টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট দল ঘোষণা, অধিনায়ক প্রাক্তন হকি খেলোয়াড় ◈ জামায়াত কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বিকাশ-এনআইডি নম্বর সংগ্রহ করছেন: অভিযোগ ফখরুলের (ভিডিও) ◈ ২৭ আসনে প্রার্থী ঘোষণা এনসিপির, কোন আসনে কে লড়বেন ◈ সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল ◈ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত, অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদের অপেক্ষায় ◈ মাদারীপুরে ইজিবাইককে চাপা দিয়ে বাস খাদে, নিহত ৫ ◈ ইউএনওকে ‘শাসানোয়’ সেই ইউপি চেয়ারম্যান বরখাস্ত ◈ দ্বৈত নাগরিকেরা স্থানীয় নির্বাচ‌নে প্রার্থী হতে পারলেও সংসদ নির্বাচনে কেন পারেন না?  ◈ বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপে অংশগ্রহণ পুনর্বিবেচনা করতে পারে পাকিস্তান

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২০, ০৯:৫৬ সকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০২০, ০৯:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মূল্যবৃদ্ধি: জাফলংয়ে মোবাইল কোর্টের অভিযান জরিমানা আদায়

গোয়াইনঘাট (সিলেট)প্রতিনিধি : [২] পবিত্র মাহে রমজান ও করোনা ভাইরাসের অজুহাত দেখিয়ে সিলেটের গোয়াইনঘাট উপজেলার কিছু কিছু স্থানে অসাধু ও মুনাফাখোর ব্যবসায়ী বিভিন্ন ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে।

[৩] এসব মুনাফাখোরদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান শুরু করেছে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন।

[৪] এরই ধারাবাহিকতায় বুধবার দুপুরে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.নাজমুস সাকিবের নেতৃত্বে উপজেলার রাধানগর বাজার, জাফলং বাজার, মোহাম্মদপুর ও মামার বাজারের বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করা হয়।

[৫] অভিযাকালে পবিত্র মাহে রমজান ও করোনা ভাইরাসের অজুহাত দেখিয়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম অতিরিক্ত রাখায় বিভিন্ন দোকানিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

[৬] এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর রমজান আলী, থানার এসআই মহাসিন মিয়াসহ পুলিশ সদস্যরা।

[৭] গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.নাজমুস সাকিব সাংবাদিকদের বলেন, পবিত্র মাহে রমজান ও করোনা ভাইরাস এর অজুহাত দেখিয়ে এক ধরনের অসাধু ব্যবসায়ীরা সাধারণ ক্রেতাদের কাছ থেকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অধিক মূল্য রাখছে। এমন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হচ্ছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রেতাদের ক্রয় ক্ষমতার ভিতরে রাখতে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়