শিরোনাম
◈ ১৫ ফেব্রুয়ারি পুরুষ ও ম‌হিলা ক্রিকে‌টে ভারত-পাকিস্তান মু‌খোমু‌খি ◈ ভারতের কাশ্মীরে মসজিদগুলোতে ব্যক্তিগত ও গোপন তথ্য চেয়ে ফর্ম বিলি ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে মোনা‌কোর জা‌লে রিয়াল মা‌দ্রিদের ৬ গোল ◈ রাজনৈতিকদলসহ নানামুখী চাপে ইসি, আচরণ বিধি লঙঘনের অভিযোগ বাড়ছে ◈ দীর্ঘ দুই দশক পর আজ সিলেট যাচ্ছেন তারেক রহমান ◈ জেরুজালেমে জাতিসংঘের সদর দপ্তর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল ইসরায়েল ◈ ইমামকে অনন্য সম্মান দেখালেন তারেক রহমান  ◈ ১৯ দিনে রেমিট্যান্স এল ২৫ হাজার ৯০০ কোটি টাকা ◈ সংবিধান সংস্কারের বিপক্ষে জাপার ‘না’ ভোট দেওয়ার ঘোষণা দিলেন জি এম কাদের ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: আজ প্রতীক বরাদ্দ, কাল থেকে শুরু প্রচারণা

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২০, ০৯:৫৬ সকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০২০, ০৯:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মূল্যবৃদ্ধি: জাফলংয়ে মোবাইল কোর্টের অভিযান জরিমানা আদায়

গোয়াইনঘাট (সিলেট)প্রতিনিধি : [২] পবিত্র মাহে রমজান ও করোনা ভাইরাসের অজুহাত দেখিয়ে সিলেটের গোয়াইনঘাট উপজেলার কিছু কিছু স্থানে অসাধু ও মুনাফাখোর ব্যবসায়ী বিভিন্ন ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে।

[৩] এসব মুনাফাখোরদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান শুরু করেছে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন।

[৪] এরই ধারাবাহিকতায় বুধবার দুপুরে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.নাজমুস সাকিবের নেতৃত্বে উপজেলার রাধানগর বাজার, জাফলং বাজার, মোহাম্মদপুর ও মামার বাজারের বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করা হয়।

[৫] অভিযাকালে পবিত্র মাহে রমজান ও করোনা ভাইরাসের অজুহাত দেখিয়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম অতিরিক্ত রাখায় বিভিন্ন দোকানিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

[৬] এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর রমজান আলী, থানার এসআই মহাসিন মিয়াসহ পুলিশ সদস্যরা।

[৭] গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.নাজমুস সাকিব সাংবাদিকদের বলেন, পবিত্র মাহে রমজান ও করোনা ভাইরাস এর অজুহাত দেখিয়ে এক ধরনের অসাধু ব্যবসায়ীরা সাধারণ ক্রেতাদের কাছ থেকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অধিক মূল্য রাখছে। এমন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হচ্ছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রেতাদের ক্রয় ক্ষমতার ভিতরে রাখতে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়