আনিস তপন : [২] বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সদস্য ও দৈনিক সময়ের আলোর প্রধান প্রতিবেদক হুমায়ুন কবির খোকন আর নেই। মঙ্গলবার রাত ১০টার দিকে উত্তরা রিজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।
[৩] হুমায়ুন কবিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিএসআরএফ। এক বিবৃতিতে ফোরামের সভাপতি তপন বিশ্বাস ও সাধারণ সম্পাদক শামীম আহমেদ সহ কার্যনির্বাহী কমিটি এই শোক প্রকাশ করে।
[৪] শোক বার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করা হয় ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
[৫] এতে আরও বলা হয়, তার মৃত্যুতে আমরা একজন সজ্জন সহকর্মীকে হারালাম। একজন ভালো মানুষ হিসেবে তার অভাব পূরণ হওয়ার নয়।
[৬] মঙ্গলবার বিকেলে তার শ্বাসকষ্ট শুরু হলে চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয় উত্তরার রিজেন্ট হাসপাতালে। সেখানে আইসিইউতে তাকে চিকিৎসা দেয়া হচ্ছিলো। পরে কোভিড-১৯ (করোনাভাইরাস) পরীক্ষায় দেখা যায় তিনি পজিটিভ।
[৭] হুমায়ুন কবির খোকনের গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫০ বছর। তিনি দুই মেয়ে, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।