ইয়াসিন আরাফাত : [২] কয়েক সপ্তাহ ধরে দেশটিতে করোনার সংক্রমণ বেড়েই চলেছে। সর্বশেষ তথ্যমতে, রাশিয়ায় মোট শনাক্ত ৮৭ হাজার ১৪৭। এর মধ্যে গত ১৪ দিনেই শনাক্ত হয়েছে ৬৫ হাজার। দুই সপ্তাহ আগেও রাশিয়ায় শনাক্তের সংখ্যা ছিল মাত্র ১৫ হাজার ৭৭০। প্রতিদিন গড়ে সাড়ে ৪ হাজার মানুষের শরীরে করোনা সংক্রামিত হচ্ছে। আনাদোলু এজেন্সি, মস্কো টাইমস, গার্ডিয়ান
[৩] দিন দিন মহাসংক্রমণের পথে এগিয়ে যাচ্ছে চীনের প্রতিবেশী এই দেশটি। তবে আক্রান্ত বেশি হলেও দেশটিতে মৃত্যুর হার কম। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৭৯৪ জনের। যেখানে ১৪ দিন আগেও মৃত্যুর সংখ্যা ছিল ১৩০। এখন পর্যন্ত মৃত্যুহার শতকরা দশমিক ৯২ ভাগ।
[৪] করোনা প্রাদুর্ভাবের শুরুতে রাশিয়ার পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণেই ছিল। কিন্তু সপ্তাহ দুই আগে হঠাৎ করেই লাগামহীন হয়ে পড়ে কোভিড-১৯। প্রতিদিনই আশঙ্কাজন হারে বাড়তে থাকে শনাক্ত সংখ্যা।
[৫] চীনে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নেয়ার পরপরই চলতি বছরের জানুয়ারি মাসের শেষ দিকে সীমানা বন্ধ করে দেয়াসহ বেশ কিছু পদক্ষেপ নেয় রাশিয়া। ভাইরাস ঠেকাতে বেশিরভাগ শহরই লকডাউন ঘোষণা করা হয়।
[৬] করোনা নিয়ন্ত্রণে ইউরোপ ও পশ্চিমা দেশগুলো হিমশিম খেলেও রাশিয়ার চিত্র দেখে অনেকেই দেশটির প্রকৃত অবস্থা নিয়ে সন্দেহ প্রকাশ করে আসছিলেন। তবে হঠাৎ করেই করোনার আক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে বলে জানায় রুশ কর্তৃপক্ষ। রাশিয়ায় এখন যে হারে সংক্রমণ বাড়ছে তাতে আর একদিনের মধ্যেই চীনকে ছাড়িয়ে যাবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।
[৭] ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৬ হাজার ১৯৮ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৭ হাজার ১৪৭ জনে। এছাড়া ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৭ জন। ফলে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৯৪ জনে। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭ হাজার ৩৪৬ জন।